‘দিদি’-দের বাজেট, ৩ কোটি মহিলা ‘লাখপতি’ বাড়ানোর ঘোষণা

Written by SNS February 1, 2024 6:45 pm

দিল্লি, ১ ফেব্রুয়ারি– বিভিন্ন জনসভায় মোদি বহুবার মহিলাদের ক্ষমতায়নের কথা তুলে ধরেছেন৷ এবার দ্বিতীয় মোদি সরকারের শেষ অন্তর্বতী বাজেটের ঘোষণায় সেই ক্ষমতায়নের বাস্তবায়নের চেষ্টা করা হলেও তা যেন পূরণ হল না৷ নির্মলা সীতারমণের অন্তর্বর্তী বাজেটে মহিলাদের জন্য বিরাট ঘোষণা বিশেষ কিছু নেই৷ যেটা রয়েছে তা হল হল একটি প্রতিশ্রুতি৷ প্রধানমন্ত্রী মহিলাদের লাখপতি বানানোর যে ঘোষরা আগে করেছিলেন তার সংখ্যাই এবার বাড়ানো হল মাত্র৷ অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, দেশে ‘লাখপতি দিদি’ বানানোর যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়েছিলেন, সেটা বাড়িয়ে ৩ কোটি করা হল৷
উল্লেখ্য, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, দ্রুত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশের প্রায় ২ কোটি মহিলাকে তিনি লাখপতি বানাবেন৷ ওই মহিলাদের ‘লাখপতি দিদি’ নামও দেন তিনি৷ টার্গেট ছিল পাঁচ বছরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে লাখপতি বানানো৷ আসলে সরকার নানাভাবে এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করে৷ গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলায় এই গোষ্ঠী গুলির ভূমিকা অনস্বীকার্য৷
এদিন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, ইতিমধ্যেই দেশের স্বনির্ভর গোষ্ঠীগুলির ১ কোটি মহিলাকে লাখপতি বানিয়েছে মোদি সরকার৷ আগামী দিনে আরও ২ কোটি মহিলাকে লাখপতি করা হবে৷ আগে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো৷ এবার সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হবে ৩ কোটি৷
অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, ৮৩ লাখ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে৷ মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে৷ এর ফলে এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন৷ এই ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে ৯ কোটি মহিলা যুক্ত৷ এর মধ্যে ৩ কোটিকে আপাতত লাখপতি বানানোর টার্গেট নেওয়া হয়েছে৷