• facebook
  • twitter
Monday, 2 December, 2024

দিল্লিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম কলকাতার চিকিৎসক রাজা ধর, মেরুদণ্ডে হল অস্ত্রোপচার  

দিল্লিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম  ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক। পালমোনোলজিস্ট  রাজা ধর দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে নয়ডার ফর্টিস হাসপাতালে ভর্তি। সেখানে শনিবার তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়। একটি সেমিনারে অংশ নিতে তিনি দিল্লি গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও ৩ চিকিৎসক।  দিল্লি-মথুরা এক্সপ্রেসওয়েতে তাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গুরুতর আহত হন চিকিৎসক রাজা ধর। 

দিল্লিতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম  ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক। পালমোনোলজিস্ট  রাজা ধর দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে নয়ডার ফর্টিস হাসপাতালে ভর্তি। সেখানে শনিবার তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়। একটি সেমিনারে অংশ নিতে তিনি দিল্লি গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও ৩ চিকিৎসক।  দিল্লি-মথুরা এক্সপ্রেসওয়েতে তাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গুরুতর আহত হন চিকিৎসক রাজা ধর। 

জানা গিয়েছে,  দিল্লি-মথুরা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় গাড়ির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। তখন গাড়িটি একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। রাজা ধরের মাথায় ও মেরুদণ্ডে জোরে চোট লাগে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে মেরুদণ্ডে আঘাত থাকলেও মাথায় তেমনভাবে কোনও আঘাত লাগেনি।  তবে তাঁর মুখে চোট লাগে।  তাঁর মেরুদণ্ডে  অস্ত্রোপচার করা হয়।