এক-দুই নয় পর পর ৭ বার ইডিকে এড়ালেন কেজরিওয়াল

Written by SNS February 26, 2024 4:55 pm

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি-– এই নিয়ে ৭ বার৷ এবারও ইডির ডাকে সাড়া দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে পর পর সাতবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ প্রতিটি সমনকে ‘বেআইনি’ দাবি করে হাজিরা এডি়য়ে যান তিনি৷ এবার হাজিরা না দেওয়ার কারণ হিসেবে আম আদমি পার্টির দাবি, মুখ্যমন্ত্রীকে একাধিকবার যে সমন পাঠানো হয়েছে তা অযৌক্তিক৷ তাই আপের তরফে ইডিকে আদালতের নির্দেশের জন্যই অপেক্ষা করতে বলা হয়েছে৷

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ষষ্ঠবার ইডির হাজিরা এডি়য়ে গিয়েছিলেন কেজরিওয়াল৷ আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেফতার করার উদ্দেশেই বারবার তলব করা হচ্ছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই৷ গত নভেম্বর মাস থেকে টানা সমন এডি়য়ে চলেছেন কেজরিওয়াল৷ এদিকে পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি৷ দিল্লির একটি স্থানীয় আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যেখানে গত ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তবে ইডির আবেদনের ভিত্তিতে এখনও কোনও রায় দেয়নি দিল্লির আদালত৷ এহেন পরিস্থিতিতেই সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কেজরিওয়ালের৷