• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

কৃষি আইনগুলি প্রত্যাহারের দাবিতে সরব কেজরিওয়াল

আংশিক নয়, তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে- যন্তর মন্তরে দলের পাঞ্জাব শাখার কৃষি আইন বিরােধী প্রতিবাদ সভায় অরবিন্দ কেজরিওয়াল এমন মন্তব্য করেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (File Photo: IANS)

আংশিক নয়, তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে– যন্তর মন্তরে দলের পাঞ্জাব শাখার কৃষি আইন বিরােধী প্রতিবাদ সভায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন মন্তব্য করেন। তিনি দাবি করেন, ভারতীয় জনতা পার্টি স্বামীনাথন কমিশনের দেওয়া রিপাের্ট বাস্তবায়িত করতে অঙ্গীকার হলেও এখন কিন্তু তারা ঠিক বিপরীতটাই করছে। স্বামীনাথন কমিশনের রিপাের্টে যা সুপারিশ করা হয়েছে, কেন্দ্র ঠিক তার বিপরীত করছে। 

যন্তর মন্তরে আম আদমি পার্টির পাঞ্জাব শাখার প্রতিবাদ সভায় কেজরিওয়াল দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট ঘােষণা করে বলেন, ‘মােদি প্রশাসনের নতুন কৃষি আইন নিয়ে দলের অবস্থান স্বচ্ছ– তিনটি আইন প্রত্যাহার করতে হবে। কোনও ধরনের সমঝােতা নয়। পাশাপাশি, ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত ব্যাপারে আইন নিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আমি দলের পাঞ্জাব শাখার প্রতিবাদ কর্মসূচীকে সমর্থন জানাচ্ছি। শুধু তাই নয়, দিল্লির মানুষও কৃষকদের এই লড়াইয়ে তাদের পাশে রয়েছেন।’ 

তিনি বলেন, ‘কৃষি ক্ষেত্রের বিতর্কিত নতুন বিলগুলি নিয়ে কয়েকটি দল রাজনীতি করছে।’ তাঁর কথায়, ‘বিজেপি ভােট চাইতে এসে বলেছিল, স্বামীনাথন কমিশনের রিপাের্ট বাস্তবায়িত করা হবে। কিন্তু ক্ষমতায় এসে তারা কি করেছে– ন্যূনতম সহায়ক মূল্য সংস্থান বাদ দিয়েছে। আমি যখন ক্ষমতায় এলাম, তখন স্কুল ও হাসপাতালগুলাের কি দুরাবস্থা ছিল। আমরা কি করেছি– ওগুলাে বন্ধ করে দিইনি, পরিকাঠামােগত উন্নয়ন করেছি। বিজেপি দেশের কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’ 

দলের সিনিয়র নেতা সঞ্জয় সিং, আপ সাংসদ ভগবন্ত মান সহ অন্যান্য দলের বিধায়া প্রতিবাদ সভায় এসেছিলেন।