জল বোর্ডে তছরুপ হাজিরাও এড়ালেন কেজরি

Written by SNS March 18, 2024 8:02 pm

--------Delhi CM Arvind Kejriwal, address a press conference at Delhi Secretariat., in the capital on Monday.------SNS-----29--01--24

দিল্লি, ১৮ মার্চ– দিল্লির মুখ্যমন্ত্রী আগেই অভিযুক্ত আবগারি দুর্নীতিতে এরপর জল বোর্ডের আর্থিক তছরুপ৷ এই তছরুপেও তাঁকে ফের ইডি তলব করেছিল৷ কিন্তু আগের ন্যায় এবারও কেজরি হাজিরা দিতে রাজী নন ইডি অফিসে৷ আবারও আর্থিক তছরুপের তদন্তে ইডির সমন এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল৷ সোমবার তাঁকে তলব করা হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী৷
শনিবার বিকেলে জোড়া মামলায় কেজরিকে সমন পাঠিয়েছিল ইডি৷ আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতি- দুই ক্ষেত্রেই আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে৷ দুই মামলাতেই জেরা করতে চেয়ে আপ সুপ্রিমোকে চলতি সপ্তাহে তলব করে ইডি৷ জল বোর্ড মামলায় সোমবার সশরীরে হাজিরা দিতে বলা হয় কেজরিকে৷ কিন্ত্ত সেই তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ আপ সূত্রে খবর, বেআইনিভাবে সমন পাঠানো হয়েছে কেজরিকে৷ সেই জন্যই হাজিরা দেননি তিনি৷ প্রসঙ্গত, ইডির তলব লাগাতার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত৷ শনিবার সেই নির্দেশে সাড়া দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হন তিনি৷ আদালত থেকে আগাম জামিনও পান৷ তার পরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জোড়া সমন পাঠায় ইডি৷ জল বোর্ড দুর্নীতিতে সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়৷ আগামী বৃহস্পতিবার আবগারি মামলায় জেরা করার জন্য তলব করা হয়েছে কেজরিকে৷এখন প্রশ্ন হল, কেজরি কি ওই সমনে সাড়া দেবেন? গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট আটবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে৷ প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছেন৷ শেষ পর্যন্ত ভারচুয়ালি তদন্তকারীদের মুখোমুখি হতে রাজি হন দিল্লির মুখ্যমন্ত্রী৷ কিন্ত্ত শনিবার ইডি যে সমন পাঠিয়েছে তাতে কেজরিকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে৷ তাই আবগারি মামলায় ইডি তলব আবারও এড়িয়ে যেতে পারেন আপ সুপ্রিমো, সেই সম্ভাবনাই প্রবল৷