কমল হাসানের রাজনীতির ময়দানে সক্রিয় যােগদানের ঘটনা নিয়ে তাকে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। তিনি বলেন, ‘সত্তর বছর বয়সে কমল হাসান বিগ বস হোস্ট করছেন। একবার ভেবে দেখুন, যিনি বিগ বস হােস্ট করছেন তিনি যদি রাজনীতিতে আসেন তাহলে কেমন হয়।
তার কর্মকান্ডের জেরে ভালাে পরিবারগুলি নষ্ট হবে। শিশুরা দেখলে তারাও নষ্ট হবে। দক্ষিণী অভিনেতা কমল হাসান মক্কল নিধি মৈয়াম নামে একটি দল গঠন করেছেন।
Advertisement
এদিকে, পালানিস্বামীর দল এআইডিএমকে (অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নোত্রা কাজাঘম) প্রতিষ্ঠাতা খােদ এম জি রামচন্দ্রণ একজন জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
Advertisement
তাঁর প্রয়াণের পর যিনি দলের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনিও একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। একবার দু’বার নয়, জয়ললিতা ছ’বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
Advertisement



