অভিষেককে ‘খোকাবাবু’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

রাজ্যে ঘটে চলা একের পর এক বিষয়ে বিস্ফোরক মূলক মন্তব্য করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 

Written by SNS Dumdum | June 22, 2022 10:22 am

Kolkata: West Bengal BJP President Dilip Ghosh addresses a press conference, in Kolkata on Nov 20, 2020. (Photo: IANS)

রাজ্যে ঘটে চলা একের পর এক বিষয়ে বিস্ফোরক মূলক মন্তব্য করেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আর তখনই মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের বৈঠক নিয়ে দিলীপ বলেন, ত্রিপুরা, গোয়া এবং উত্তরপ্রদেশে গিয়ে দেখলেন কোনো সুবিধা হলো না।

তাই রাষ্ট্রপতি নির্বাচনে কিছু করার নেই, কেউ মমতার সঙ্গে থাকছে না দেখেই খোকাবাবুকে পাঠাচ্ছেন মমতা, বলে কটাক্ষ করেন তিনি।

এছাড়াও ‘ন্যাশনাল হেরাল্ড’ মামলায় রাহুল গান্ধিকে দফায় দফায় জেরা এবং ‘অগ্নিপথ প্রকল্প’-এর বিরোধিতায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে কংগ্রেস।

এই বিষয়ে প্রশ্ন করা হলে কংগ্রেসের অস্তিত্ব নিয়েই কটাক্ষ করে তিনি বলেন, ভালই হয়েছে। এখন রোদ নেই। ঠান্ডা ঠান্ডা আছে। আন্দোলন না করলে মানুষ বুঝবে কীভাবে যে কংগ্রেস আছে।

অগ্নিপথবিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, এর পিছনে বিরাট রাজনৈতিক চক্রান্ত হচ্ছে এখন বোঝা যাচ্ছে।