ম্যাচের মধ্যে কার্তিককে নিয়ে রসিকতা ওর মাথায় এখন শুধু বিশ্বকাপ ঘুরছে: রোহিত

Written by SNS April 13, 2024 12:51 pm

মুম্বই– দীনেশ কার্তিককে কি আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি খেলতে দেখা যাবে!
ভারত অধিনায়ক রোহিত শর্মার বক্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে৷ তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷
বৃহস্পতিবার ওয়াংখেডে়তে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চালেঞ্জার্স (আরসিবি) বেঙ্গালুরুর মধ্যে খেলায় একটি ঘটনা ভারতীয় ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছে৷ আরসিবি তখন ব্যাট করছে৷ উইকেট দাঁডি়য়ে দীনেশ স্লগে দলকে টেনে নিয়ে যাওয়ার জন্য আাপ্রান চেষ্টা চালাচ্ছেন৷ স্লিপে ফিল্ডিং করতে যাওয়ার সময় স্টাম্প মাইক্রোফোনে ভেসে আসে রোহিতের কথা৷ দীনেশকে উদ্দ্যেশ্য করে রোহিত তখন বলছেন, ওয়ার্ল্ড কাপকে সিলেকশন লিয়ে পুশ করনা হ্যায় ইসকো, সাবাসি! দিমাগ মে চল রহা হ্যায় ইসকে ওয়ার্ল্ড কাপ৷

রোহিত ঠিক কি বলতে চাইছেন৷ তাঁর কথায় বিশ্বকাপে দল নির্বাচনে একে পুশ করতে হবে৷ ওর মাথায় এখন বিশ্বকাপ ঘুরছে৷ রোহিতের পাশে দাঁডি়য়েছিলেন উইকেটকিপার ইশান কিষান৷ হাসতে হাসতে রোহিতের বলা কথা শুনে ইশানও নিজেকে থামিয়ে রাখতে পারেননি৷ দীনেশকে এ কথা বলার পর রোহিত নিজের ফিল্ডিং পজিসনে গিয়ে দাঁড়ান৷

এ নিয়ে দীনেশের বক্তব্য খেলার পরও পাওয়া যায়নি৷ সত্যিই কি তাঁর মাথায় বিশ্বকাপ ঘুরছে! রোহিতের রসিকতার মধ্যে কতটা বাস্তবতা আছে! এ সব নিয়ে ইয়ার্কি- হাল্কা রসিকতা চলতে পারে৷ কিন্ত্ত বিশ্বকাপের দল নির্বাচনে দীনেশের নাম কেন আসবে না তা নিয়েও প্রশ্ন আছে৷ মাস কয়েক আগে ঘরের মাঠে ভারত- ইংল্যান্ড সিরিজের সময় দীনেশ টিভি কমেন্ট্রির কাজে ব্যস্ত ছিলেন৷ সেই সময় শোনা গিয়েছিল, এবারের আইপিএল খেলার পর ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন৷

সরকারিভাবে এখনও অবসর নেননি৷ জাতীয় দলে জায়গা না হলেও ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে খেলছেন৷ তাই বিশ্বকাপ তাঁর মাথায় থাকলে অবাক হওয়ার কিছু নেই৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৩ বল খেলে করলেন অপরাজিত ৫৩ রান৷ এর মধ্যে ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি৷ এই মরশুমে আরসিবি-র হয়ে রানও করেছেন৷ স্লগে নেমে তিনি দলের রানকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷ ব্যাট হাতে ঋষভরা যা করছেন, তার থেকে খুব একটা পিছিয়ে নেই দীনেশ৷ একমাত্র সঞ্জু স্যামসন এঁদের থেকে রানের বিচারে এগিয়ে৷ তাহলে ৩৯ বছরের দীনেশ কি এই কিপারদের নিয়ে আলোচনার বাইরে চলে যাবেন! বয়স একটা ফ্যাক্টর হতে পারে৷ এর বাইরে আর কিছু নয়৷ বলা যায় না রোহিতের রসিকতা শেষ মুহূর্তে না উল্টো হয়ে
দেখা যায়৷