• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জিৎ-র নতুন উদ্যোগে আসন্ন ছবি বুমেরাং-এ ব্যবহৃত হবে উন্নত মানের ক্যামেরা।

কলকাতা:- জিৎ-র নতুন উদ্যোগে আসন্ন ছবি বুমেরাং-এ ব্যবহৃত হবে উন্নত মানের ক্যামেরা। চলচ্চিত্রের মান আরও উন্নত করতে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ছবির ক্যামেরা থেকে এডিটিং সফট ওয়্যার সর্বত্র এসেছে নতুনত্ব। আর  সকলেই ছবির মান উন্নত করতে ব্যস্ত। এবার এই তালিকায় নাম লেখাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার বাংলা ছবিতেও এক বিশেষ প্রযুক্তির উন্নত ক্যামেরা

কলকাতা:- জিৎ-র নতুন উদ্যোগে আসন্ন ছবি বুমেরাং-এ ব্যবহৃত হবে উন্নত মানের ক্যামেরা। চলচ্চিত্রের মান আরও উন্নত করতে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ছবির ক্যামেরা থেকে এডিটিং সফট ওয়্যার সর্বত্র এসেছে নতুনত্ব। আর  সকলেই ছবির মান উন্নত করতে ব্যস্ত। এবার এই তালিকায় নাম লেখাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবার বাংলা ছবিতেও এক বিশেষ প্রযুক্তির উন্নত ক্যামেরা ব্যবহার করা হবে। আর এর নেপথ্যে আছেন জিৎ। প্রবেশ করল সিনেবট ক্যামেরা। এই ক্যামেরায় শ্যুট হবে বাংলা ছবি বুমেরাং। জিতের  প্রযোজনা সংস্থার নতুন ছবি বুমেরাং। ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। আর এই ছবিতেই ব্যবহার করা হবে এই বিশেষ ক্যামেরা। সূত্রের খবর, জানা গিয়েছে ছবিতে রয়েছে বেশ কিছু জটিল দৃশ্য। যা শ্যুট করা হবে এই ক্যামেরার সাহায্যে। কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এই ক্যামেরা। যা বিভিন্ন অ্যাকশন দৃশ্য শ্যুট করতে ব্যবহার করা হবে। তেমনই যে কোনও জটিল দৃশ্য এই ক্যামেরা দ্বারা সহজে শ্যুট করা সম্ভব। জানা গিয়েছে, এই প্রথম কোনও বাংলা ছবি এমন উন্নত মানের ক্যামেরা দ্বারা শ্যুট করা হবে। তেমনই আরও এক বিশেষ চমক আছে ছবিতে। এই ছবির জন্য বিশেষ বাইক তৈরি করা হয়েছে। সাধারণ ছবিতে স্টান্টের জন্য বাইক ব্যবহার করা হয়। তবে, এই ছবিতে বিশেষ ভাবে ব্যবহৃত হবে এই বাইকটি। এই বুমেরাং ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন জিৎ ও রুক্মিণী মৈত্র। এর আগে জিৎ-র প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও জিৎ-র সঙ্গে দেখা যায়নি রুক্মিণীকে। এই প্রথম দেখা যাবে তাঁদের। সব বয়সের দর্শকদের জন্য ছবি তৈরি করছেন পরিচালক সৌভিক কুণ্ডু। প্রসঙ্গত,  কদিন আগেই জিৎ-এর ‘চেঙ্গিজ’ সাফল্য পেয়েছিল। এই ছবিতেও সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। বাংলা ও হিন্দি দুই ভাষায় মুক্তি পায়। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি দর্শকদের থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছে। ছবিতে জমিয়ে অ্যাকশন করেছেন জিৎ। তেমনই করেছেন রোম্যান্স। ছবির প্রধান চরিত্রে ছিলেন জিৎ ও সুস্মিতা চট্টোপাধ্যায়।  এছাড়াও অনেকে অভিনেতা অভিনেত্রীকে দেখা গিয়েছে।

Advertisement

Advertisement