ছত্তিশগড়ের বিজাপুর জেলার বস্তারে মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরকে (আইইডি) পা দেওয়ায় মৃত্যু হল এক নিরাপত্তা কর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন জওয়ান। সোমবার সকালে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের অরণ্য এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর একটি দল ভোপালপট্টনম এলাকার কাছে রুটিন টহলদারি চালাচ্ছিল। সেই সময়ই গোপনে পুঁতে রাখা একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসে পা দেন বাহিনীর এক সদস্য। মুহূর্তে ঘটে বিস্ফোরণ। গুরুতর আহত হন চার জওয়ান। তাঁদের মধ্যে এক জন, দীনেশ নাগ পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় শহিদ হন।
Advertisement
আহত বাকি তিন জওয়ানকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রসঙ্গত, মাওবাদী প্রভাবিত বস্তার অঞ্চলে দীর্ঘদিন ধরেই নিরাপত্তাবাহিনী ও উগ্র বামপন্থী সংগঠনের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। এই ঘটনা ফের একবার সেই উত্তেজনার আবহ উসকে দিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাজুড়ে তল্লাশি জারি রয়েছে।
Advertisement
Advertisement



