তাঁর ভারত বিরােধী মন্তব্যের জন্য পিডিপি ছেড়েছেন দলের ৩ নেতা। তাঁর পরেও ফের বিস্ফোরক মন্তব্য করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। সােমবার মেহবুবা মুফতি বলেন, ‘এখানকার যুবকদের হাতে কাজ নেই। বন্দুক হাতে তুলে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনও পথ খােলা নেই। উপত্যকায় জঙ্গি দলে নাম লেখানাের প্রবণতা বেড়েছে। বাইরের রাজ্যের মানুষজনকে এখানে কাজ দেওয়া হচ্ছে। কী করবে এখানকার তরুণ!’
পিডিপি প্রধান আরও বলেন, জম্মুর অবস্থা আরও খারাপ। সেখানকার মানুষদের মােহভঙ্গ হচ্ছে। মােদি সরকারের উচিত বাজপেয়ীর রাস্তায় হাঁটা। ৩৭০ ধারা নিয়ে মেহবুবা বলেন, ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্তির শর্তই হল ৩৭০ ধারা। এখানকার জমি, কাজ-সহ অন্যান্য সব জিনিস শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য। সেই ৩৭০ ধারা রদ করার পর জম্মু ও কাশ্মীরে অন্ধকার নেমে এসেছে।
Advertisement
গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়ে একসময় মেহবুবা বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে যতদূর যেতে হয় যাব। তবে সােমবার তিনি বলেন, জম্মু ও কাশ্মীরকে ঘিরে কোনও সংঘাত কাম্য নয়, বরং প্রতিবেশী দেশের সঙ্গে সেতু বন্ধনের মাধ্যম হিসেবে একে দেখা উচিত।
Advertisement
Advertisement



