• facebook
  • twitter
Monday, 16 June, 2025

ভারতের দেখাদেখি চিন সফরে পাকিস্তান, জয়শঙ্করের সফর ইউরোপে

ভারতের দেখাদেখি চিন সফরে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। চিনে ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন তিনি।

ফাইল চিত্র

পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুর গুড়িয়ে দিয়েছে একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। কার্যত কোমর ভেঙেছে পাকিস্তানের। তারপর বহুদূর জল গড়ানোর পর শেষমেশ দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। ভারত-পাক সংঘর্ষবিরতির পর প্রথম ইউরোপ সফর ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের। কূটনৈতিক সম্পর্ককে সুদৃঢ় করাই নয়, বিশ্বের দরবারে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মিথ্যের মুখোশ খুলে দেওয়ার জন্যই বিদেশ সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী। জয়শঙ্করের সফরের ফোকাসে ইউরোপের ৩টি বড় দেশ। এই অবস্থায় ভারতের দেখাদেখি পাকিস্তানও কূটনৈতিক দল পাঠাচ্ছে বিভিন্ন দেশে। পাকিস্তানের বিদেশমন্ত্রী যাচ্ছেন তাদের বন্ধু দেশ চিনে।

ভারতের দেখাদেখি চিন সফরে যাচ্ছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। চিনে ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন তিনি। সেই বৈঠকে থাকবেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মুত্তাকি। মুত্তাকির সঙ্গেও দেখা করতে পারেন পাক বিদেশমন্ত্রী। চিনের বিদেশ মন্ত্রকের ওয়াং ইর সঙ্গেও বৈঠকে বসার কথা ইশহাক দারের।

সোমবার ইউরোপের উদ্দেশে রওনা হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্কে যাবেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরুর পর এই প্রথম ইউরোপ সফরে যাচ্ছেন জয়শঙ্কর। ১৯ থেকে ২৪ মে পর্যন্ত রয়েছে জয়শঙ্করের এই সফর। সন্ত্রাস নিয়ে ভারতের ‘জিরো টলারেন্স’র বার্তায় সদ্য সংঘাতের প্রসঙ্গ তুলতে পারে দিল্লি। জয়শঙ্করের এই ইউরোপ সফর সেই দিক থেকে বেশ তাৎপর্যবাহী।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস সফর বাতিল করেছিলেন। এবার সেই নেদারল্যান্ডসেই যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বিদেশমন্ত্রকের তরফে খবর, জয়শঙ্করের এই সফরে এলাকা ভিত্তিক ও বিশ্ব ভিত্তিক নানান রকমের আলোচনা ও দ্বিপাক্ষিক আলোচনাও হতে চলেছে। নেদারল্যান্ডস ও ডেনমার্ক ভারতের সঙ্গে গ্রিন ট্রানজিশন প্রকল্পে কাজ করবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, অপারেশন সিঁদুর নিয়েও ওই তিন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন জয়শঙ্কর।