• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কোভিশিল্ডের দুটি টিকা নেওয়ার ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার প্রস্তাব 

প্রথম টিকা এবং দ্বিতীয় টিকার নেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহার প্রস্তাব দেওয়া হল।

কোভিশিল্ড (Photo: Kuntal Chakrabarty/IANS)

প্রথম টিকা এবং দ্বিতীয় টিকার নেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহার প্রস্তাব দেওয়া হল। বৃহস্পতিবার এ ধরনের প্রস্তাব দিল সরকারি প্যানেল। বর্তমানে এই ব্যবধান ৬ থেকে ৮ সপ্তাহের। যদিও কোভ্যাকসিন টিকার ক্ষেত্রে এ ধরনের কোনও প্রস্তাব এখনও আসেনি। 

এই নিয়ে দ্বিতীয়বার গত তিন মাসে কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার ক্ষেত্রে ব্যবধান বাড়ানাের প্রস্তাব এল। এই প্রস্তাবকে পরামর্শ ভাবছে কেন্দ্র। 

Advertisement

এই কোভিশিল্ডের টিকা যখন প্রথম দেওয়া হয়, তখন প্রস্তাব এসেছিল দ্বিতীয় ডােজ নেওয়া যাবে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে। যদিও গ্রহীতাদের জানানাে হয়েছিল ৪ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডােজ নিতে হবে। পরে তা বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হল। কিন্তু এবার প্রস্তাব এল ১২ থেকে ১৬ সপ্তাহ করার। 

Advertisement

এ ধরনের সময়সীমা বাড়ানাে নিয়ে এবার প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি এক টুইটে বৃহস্পতিবার প্রশ্ন করেন, টিকা পর্যাপ্ত মজুত নেই বলেই কি বিশেষজ্ঞ কমিটি এই প্রস্তাব দিয়েছে? আমরা কি মােদি সরকারের হাত থেকে এটুকুও স্বচ্ছতা আশা করতে পারি না?

Advertisement