• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্পেডেক্স ডকিং ট্রায়াল সম্পন্ন, কাছাকাছি দুই উপগ্রহ

স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশনের মাধ্যমে ইতিহাস তৈরি করতে চলেছে ইসরো। এই মিশনে যুক্ত দুটি উপগ্রহ এখন কক্ষপথে মাত্র ১৫ মিটার দূরত্বে অবস্থিত।

স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশনের মাধ্যমে ইতিহাস তৈরি করতে চলেছে ইসরো। এই মিশনে যুক্ত দুটি উপগ্রহ এখন কক্ষপথে মাত্র ১৫ মিটার দূরত্বে অবস্থিত। গতকাল অর্থাৎ শনিবার, দুটি উপগ্রহের মধ্যে দূরত্ব ছিল ২৩০ মিটার। স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশনের লক্ষ্য হল – মহাকাশে ডকিং প্রযুক্তি প্রদর্শন করা, যা ভারতের ভবিষ্যতের মহাকাশ প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ।

এই মিশনটির ওপর মহাকাশ স্টেশন এবং চন্দ্রযান-৪ এর সাফল্য নির্ধারণ করবে। এই মিশনে, একটি উপগ্রহ অন্য উপগ্রহটিকে ধরে ডকিং করবে। এর ফলে কক্ষপথে সার্ভিসিং এবং রিফুয়েলিং করাও সম্ভব হবে। ৩০ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি৬০ রকেটের সাহায্যে ইসরো সফলভাবে এই মিশনটি শুরু করে।

Advertisement

Advertisement

Advertisement