• facebook
  • twitter
Monday, 12 May, 2025

‘ভারতের আত্মার উপর আঘাত, কল্পনাতীত সাজা দেব’, হুঁশিয়ারি মোদীর

ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদীদের চিহ্ন মুছে ফেলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ দিয়ে ভারতের মেরুদণ্ড ভাঙা যাবে না, স্পষ্ট  হুঙ্কার তাঁর। 

ফাইল চিত্র

জঙ্গি এবং ষড়যন্ত্রীদের কল্পনার থেকেও বড় সাজা দেবে ভারত। মঙ্গলবার পহেলগামে নিরীহ পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে বৃহস্পতিবার গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মধুবনীর সভামঞ্চ থেকে তাঁর হুঙ্কার, হামলায় জড়িত জঙ্গিদের এবং এর নেপথ্যে যেসব ষড়যন্ত্রীরা রয়েছে তাদের কল্পনাতীত সাজা দেওয়া হবে। জঙ্গিদের খুঁজে খুঁজে বের করে উচিত শিক্ষা দেওয়া হবে,  বলেছেন মোদী। মোদী বলেছেন, ‘হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে।’ এদিন মধুবনীতে সভা শুরুর আগে পহেলগামে নিহতদের স্মরণে হাতজোড় করে ২ মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও।

ভারতের মাটি থেকে সন্ত্রাসবাদীদের চিহ্ন মুছে ফেলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ দিয়ে ভারতের মেরুদণ্ড ভাঙা যাবে না, স্পষ্ট  হুঙ্কার তাঁর। মোদী বলেন, সন্ত্রাসবাদ বিচারের আওতার বাইরে থাকতে পারে না। ন্যায়বিচারের জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে।বিচার নিশ্চিত করতে যা কিছু করার, সবকিছুই করা হবে। তিনি বলেছেন, ‘যাঁরা মানবতাবাদকে সমর্থন করেন, তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন। ন্যায়বিচারের জন্য গোটা দেশ দৃঢ়প্রতিজ্ঞ।’

বৃহস্পতিবার বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন প্রধানমন্ত্রী। বিহারের পাশাপাশি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে কথা বলার পরই তিনি পহেলগাম প্রসঙ্গ তোলেন। পহেলগামে মৃত্যু হয়েছে ২৬ জনের, জখম একাধিক। মোদী জানান, তাঁদের পাশে রয়েছেন ১৪০ কোটি দেশবাসী। তাঁর কথায়, ‘কোটি কোটি দেশবাসী আজ দুঃখিত। পহেলগামে নিরীহদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। সরকার আহতদের জন্য সবরকম ব্যবস্থা করছে। কেউ সন্তান হারিয়েছেন,কেউ ভাই, কেউ আবার জীবনসঙ্গীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলার, কেউ কন্নড় ,কেউ বা মারাঠা, কেউ গুজরাতি তো কেউ বিহারের। কার্গিল থেকে কন্যাকুমারী সকলে ক্ষোভে ফুঁসছে।

মোদী  বলেন, ‘সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি দিয়ে জঙ্গিদের কোমর ভাঙব। সন্ত্রাসবাদীদের ধ্বংস করে ছাড়বে ভারত। বিহারের মাটি থেকে গোটা বিশ্বকে বলছি, ভারত জঙ্গিদের খুঁজে বের করে প্রত্যেককে সাজা দেবে। সন্ত্রাসবাদে ইতি টানবে ভারত। আমি সেই সমস্ত দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই বিপদে সমর্থন করেছেন।’ মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর নারকীয় অত্যাচারের পর ট্রাম্প-সহ অনেকেই ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তাঁদের সকলকে এদিন ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সৌদি আরবের সফরে কাঁটছাট করে ভারতে ফিরে বুধবারই প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক হয়। তাতেই সিন্ধু জল চুক্তি বন্ধ-সহ পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানায় বিদেশমন্ত্রক।

এই আবহে বৃহস্পতিবার সন্ধেয় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিত থাকার কথা ওই বৈঠকে। পাকিস্তানকে একঘরে করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সমস্ত দলের রাজনৈতিক নেতাদের কেন্দ্রের হয়ে জানাবেন জয়শঙ্কর। সূত্রের খবর, ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সর্বদল বৈঠকে সভাপতিত্ব করতে পারেন রাজনাথ সিং।