সংক্রমণ কিছুটা কমলেও রেকর্ড মৃত্যু দেশে

করােনা সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই।বুধবার দৈনিক মৃত্যু ছাপিয়ে গিয়েছে অতীতকে।এই প্রথম একদিনে সাড়ে চার হাজারের বেশি মৃত্যু হল দেশে।

Written by SNS Delhi | May 20, 2021 10:53 pm

প্রতীকী ছবি (Photo by Arun SANKAR / AFP)

দৈনিক করােনা সংক্রমণ গত তিনদিন ধরে দেশে রয়েছে ৩ লক্ষের নিচে। করােনা সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। উল্টে বুধবার দৈনিক মৃত্যু ছাপিয়ে গিয়েছে অতীতকে। বুধবার এই প্রথম একদিনে সাড়ে চার হাজারের বেশি মৃত্যু হল দেশে।

নতুন করে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২,৬৭,৩৩৪ জন। হাজার চারেক বেশি মঙ্গলবারের তুলনায়। সব মিলিয়ে ২ কোটি ৫৪ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। করােনার কারণে ৪,৫২৯ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় করােনার কারণে।

এই নিয়ে দেশজুড়ে মােট মৃত্যুর সংখ্যা ২,৮৩,২৪৮ জন। ২০ লক্ষেরও বেশি করােনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়। একদিনে এত মানুষের করােনা পরীক্ষা এবারই প্রথম। নতুন আক্রান্ত কম হওয়ায় সক্রিয় করােনা রােগীর সংখ্যা কিছুটা কমেছে। সাড়ে ৩৭ লক্ষ থেকে কমে এখন সক্রিয় রােগীর সংখ্যা ৩২,২৬,৭৭৯ জন।

কোভিডের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল এবছর ১৬ জানুয়ারি। এখনও পর্যন্ত সাড়ে ১৮ কোটিরও বেশি মানুষ টিকা পেয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে অবশ্য টিকাকরণের গতি অনেকটাই কম। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে সেই তথ্য উঠে আসছে। সারা দেশে মাত্র ১৩ লক্ষ ৫৬ হাজার ১৫৩ জন গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছে।