দেশব্যাপী বিমান বিপর্যয়কে ঘিরে গভীর সমস্যার মোকাবিলা করছে ইন্ডিগো বিমান সংস্থা। যাত্রীদের ক্ষোভের মুখে পড়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছে দেশের অন্যতম প্রধান এই বিমান সংস্থা। এই পরিস্থিতিতে শুল্ক সংক্রান্ত ৯০০ কোটি টাকা ফেরতের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিগোর পরিচালক সংস্থা ইন্টারগ্লোভ অ্যাভিয়েশন। তাদের দাবি, বিমানের ইঞ্জিন বা যন্ত্রাংশ বিদেশে মেরামত করার পর দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দেশে ফেরত আনার সময় তাদের আবার শুল্ক দিতে হচ্ছে। অথ্চ, এই সংক্রান্ত জিএসটি তারা আগেই মিটিয়ে দিয়েছে। সংস্থার পক্ষের আইনজীবী জানান, দু’বার শুল্ক আরোপের বিষয়টি সম্পূর্ণভাবে অসাংবিধানিক। সেই বাবদ ৯০০ কোটি ফেরত দেওয়ার দাবি জানিয়েছে ইন্ডিগো।
সংস্থার আইনজীবী জানিয়েছেন, শুল্ক কর্তৃপক্ষের তরফে একই লেনদেনকে পণ্য আমদানি হিসেবে দেখিয়ে আবার শুল্ক আরোপ করা হয়েছে। বিমান সংস্থার দাবি, এর আগেই শুল্ক ট্রাইব্যুনাল মারফত বিষয়টির মীমাংসা করা হয়েছিল। ট্রাইব্যুনাল রায় দেয়, মেরামতের পর দেশে পুনরায় আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ করা যাবে না। কিন্তু তারপরেও শুল্ক আদায় করা হচ্ছে।
Advertisement
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, প্রায় ৪ হাজার এই ধরণের শুল্ক বিল এন্ট্রি করা হয়। এই ধরণের বিলকে জিএসটি হিসেবে গণ্য করার জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
এই মামলার শুনানি হওয়ার কথা ছিল দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি শৈল জৈনের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতি জৈনের ছেলে ইন্ডিগোর পাইলট হওয়ায় মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হয়। শুনানি থেকে অব্যাহতি চান বিচারপতি জৈন।
Advertisement
ইন্ডিগো এমন সময়ে আদালতের দ্বারস্থ হয়েছে যখন কর্মী সংক্রান্ত অব্যবস্থা নিয়ে নাজেহাল পরিস্থিতি এই বিমান পরিবহণ সংস্থার।
Advertisement



