• facebook
  • twitter
Wednesday, 14 January, 2026

ভারতীয় ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ এবার আরও শক্তিশালী

আকাশ ক্ষেপণাস্ত্র পুরোপুরি দেশীয় পদ্ধতিতে তৈরি করা হয়েছে। অপারেশন সিঁদুরে সাফল্যের পর সারা বিশ্বেই সমাদৃত হয়েছে আকাশ। এর ওজন প্রায় ৭৫০ কেজি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কিছুদিন আগে অপারেশন সিঁদুরের সময় ভারতের ক্ষেপণাস্ত্র ‘আকাশ’-এর কেরামতি দেখেছিলে গোটা বিশ্ব। এবার সেই আকাশ আরও বেশি শক্তিশালী হচ্ছে।

জানা গিয়েছে, দুই দেশের যুদ্ধ চলার সময় ব্যাপক সাফল্য পেয়েছিল ভারতের এই ক্ষেপণাস্ত্র। পাকিস্তানকে লাগাতার ধাক্কা দিয়েছে ভারতের এই ক্ষেপণাস্ত্র আকাশ। যুদ্ধের যে সব ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান কীভাবে ধ্বংস করে দিয়েছে আকাশ। এর আগে আকাশ কেনার আগ্রহ দেখিয়েছে ব্রাজিল। এবার বাজারে এল আকাশ-এর নতুন রূপ আকাশ প্রাইম। এই ক্ষেপণাস্ত্র আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, আকাশ ক্ষেপণাস্ত্র পুরোপুরি দেশীয় পদ্ধতিতে তৈরি করা হয়েছে। অপারেশন সিঁদুরে সাফল্যের পর সারা বিশ্বেই সমাদৃত হয়েছে আকাশ। এর ওজন প্রায় ৭৫০ কেজি। নির্ভুল লক্ষ্যে শত্রুপক্ষকে আঘাত করতে পারে ভারতের এই ক্ষেপণাস্ত্র। আকাশ প্রাইম-এর শক্তি পরীক্ষার জন্য দু’টি লক্ষ্য বস্তুতে ছোঁড়া হয় এবং দুটি লক্ষ্য বস্তুই অত্যন্ত দক্ষতার সঙ্গে গুঁড়িয়ে দেয় আকাশ প্রাইম। লাদাখে এই পরীক্ষা চালিয়েছে ভারতীয় সেনারা।

Advertisement

Advertisement