• facebook
  • twitter
Wednesday, 14 January, 2026

নিপায় আক্রান্ত আরও দুই স্বাস্থ্যকর্মী, আনা হল বেলেঘাটা আইডিতে

এই দুই জনের মধ্যে একজন হলেন বর্ধমান মেডিক্যাল হাসপাতালের নার্স এবং অপরজন হলেন হাউস স্টাফ

রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হলেন আরও দু’জন। তাঁদের ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তাঁদের মধ্যে একজন নার্স এবং অপরজন চিকিৎসক। এই দুই জনের মধ্যে একজন হলেন বর্ধমান মেডিক্যাল হাসপাতালের নার্স এবং অপরজন হলেন হাউস স্টাফ। দু’জনকেই বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের লালার নমুনাও সংগ্রহ করা হয়েছে। বর্তমানে নিপায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

আক্রান্ত এই দুই জন বর্ধমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই নার্সের চিকিৎসা করেছিলেন বলে জানা গিয়েছে। নতুন আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের শরীরে নিপার উপসর্গ দেখা দিলে তাঁদের দু’জনকে তড়িঘড়ি কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়। নার্সকে বর্ধমান থেকে নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি-তে। সংক্রমিতদের সংস্পর্শে আসা চিকিৎসক দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।

Advertisement

সূত্রের খবর, তিনি বাড়িতেই ছিলেন। কিছুটা অসুস্থ বোধ করায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন দু’জনে। নিপা ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতেই ওই দুই নার্স কোন কোন জায়গায় গিয়েছেন এবং কারা তাঁদের সংস্পর্শে এসেছেন তা চিহ্নিত করার কাজ শুরু হয়। সেই সূত্র ধরেই চিহ্নিত করা হয় এই নার্স এবং  চিকিৎসককে।

Advertisement

নিপা আক্রান্ত ওই দুই নার্স বর্তমানে উত্তর ২৪ পরগনার বারাসতের এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের দু’জনেরই অবস্থা সঙ্কটজনক বলে খবর। দুই নার্স এখনও কোমায়। উভয়েই রয়েছেন ভেন্টিলেশনে। দু’জনেরই গ্লাসগো কোমা স্কেলের চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া ও মোটর রেসপন্স এই তিনটি সূচক ৫-এর নীচে রয়েছে। সিস্টার নার্সের অবস্থা বেশি আশঙ্কাজনক। পুণে এনআইভি থেকেও তাঁর রিপোর্টে নিপা পজেটিভ এসেছে বলেই জানা গিয়েছে।

তাঁরা দু’জনেই চাকরি করতেন যশোর রোডের বারাসত রথতলা সংলগ্ন বেসরকারি হাসপাতালে। কয়েক দিন আগে আক্রান্ত সিস্টার নার্স বাড়িতে গিয়েছিলেন। গত ৩১ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়েন। কাটোয়া হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দুই দিন সেখানে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপতালে স্থানান্তরিত করা হয়।

সেই সময়ই এই চিকিৎসক এবং হ নার্স তাঁর সংস্পর্শে আসেন। তাঁদের শরীরে উপসর্গ পাওয়া গিয়েছে বলে খবর। কাটোয়ায় তাঁরা কার কার সংস্পর্শে এসেছিলেন, তার সম্ভাব্য তালিকা তৈরি করে সকলের স্বাস্থ্যের অবস্থার খোঁজখবর নিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪৮ জনের তালিকা তৈরি করা হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবন একটি বিশেষ দল গড়ে তুলেছে। এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর বা এসওপি তৈরি করা হচ্ছে। গোটা বিষয়টি নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার। নিপা সংক্রমণের খবর সামনে আসতেই রাজ্যের তরফে দু’টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে – ০৩৩২৩৩৩০১৮০ এবং ৯৮৭৪৭০৮৮৫৮। নিপা-আতঙ্ক ছড়িয়ে পড়তেই আপৎকালীন পরিস্থিতিতে বেলেঘাটা আইডি-কে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ১০টি আপৎকালীন শয্যা এবং ওয়ার্ডে ৬৮টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া, ভেন্টিলেশনও প্রস্তুত রয়েছে।

Advertisement