• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি অক্ষুণ্ণ বিবৃতি ভারতীয় সেনার

৪ ও ৫ ফেব্রুয়ারির রাতে, পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টর থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা সন্ত্রাসবাদীদের মধ্যে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে।

ফাইল চিত্র

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জল্পনা উড়িয়ে দিল ভারতীয় সেনা। এক সরকারি বিবৃতিতে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রয়েছে এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়া অনুযায়ী তা অব্যাহত রয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে পাকিস্তানি সেনাদের বিনা প্ররোচনায় গুলি চালানোর খবরের পর এই বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনীর তরফে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় উচ্চপর্যায়ের সতর্কতা বজায় রেখেছে।

বুধবার রাতে সেনাবাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানায়, জম্মু-কাশ্মীরের কৃষ্ণাঘাটি সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান মুহুর্মুহু গুলি চালায়, এবং এরপর পাকিস্তানকে তার প্রত্যুত্তর দেয় ভারতও। ভারতের জবাবে পাকিস্তানের সেনার বহু ক্ষয়ক্ষতিও হয়েছে বলে ওই সূত্রে দাবি করা হয়। যদিও পাকিস্তানের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

অন্যদিকে এরই মাঝে্ পাকিস্তান সেনার কোনও একজন আধিকারিকের এক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছে নিহত সেনাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ওই আধিকারিক। যদিও ওই ভিডিওতে কোনও তারিখের উল্লেখ ছিল না। এরপরেই জল্পনার সূত্রপাত। যদিও বৃহস্পতিবার সকালেই বিবৃতি দিয়ে সব জল্পনা নস্যাত করেছে ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখায় গুলি চালানোর মতো কিছু বিক্ষিপ্ত ঘটনা নজিরবিহীন নয়। এছাড়াও নিয়ন্ত্রণরেখায় আইইডি বিস্ফোরণের কারণে উত্তেজনার সৃষ্টি হওয়ায় তার মোকাবিলা করা হচ্ছে।

প্রসঙ্গত, জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সন্ত্রাসবাদীদের ছোড়া আইইডি বিস্ফোরণে একজন ক্যাপ্টেন সহ দুই ভারতীয় সেনা নিহত হওয়ার একদিন পর কৃষ্ণঘাটি সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটে। ৪ ও ৫ ফেব্রুয়ারির রাতে, পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টর থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা সন্ত্রাসবাদীদের মধ্যে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্ররেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন খুব বিরল।