স্পাইস-২০০০ বোমার উন্নত সংস্করণ হাতে চায় ভারত

শক্তিশালী স্পাইস-২০০০ বােমের আরও উন্নত সংস্করণ কেনার তৎপরতা শুরু করেছে ভারতীয় বায়ুসেনা।

Written by SNS New Delhi | May 10, 2019 1:36 pm

স্পাইস-২০০০ বোমা

শক্তিশালী স্পাইস-২০০০ বােমের আরও উন্নত সংস্করণ কেনার তৎপরতা শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের বালাকোটে জইশ-এ-মহম্মদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে এই স্পাইস বােমাই ব্যবহার করেছে ভারতীয় বায়ুসেনা।

আইএএফ’র তরফে বলা হয়েছে, স্পাইস-২০০০-এর উন্নত সংস্করণ আরও শক্তিশালী ও ক্ষমতাধর। কোনাে ভবন বা বাঙ্কারকে সম্পূর্ণ ধুলিস্যাৎ করে দিতে সক্ষম।

বর্তমানে ভারতীয় বায়ুসেনা যে স্পাইস-২০০০ বােমাটি ব্যবহার করছে, সেটি লক্ষ্যে পৌছে বিস্ফোরণ ঘটায়। তবে কোনাে ভবন বা বাঙ্কারকে পুরােপুরি ধ্বংস করতে পারে না।

জরুরি ক্ষমতার আওতায় ভারতীয় বায়ুসেনা ৩০০ কোটি টাকা খবর করে উন্নত সংস্করণের স্পাইস-২০০০ কিনছে বলে বায়ুসেনা সূত্রে খবর।