• facebook
  • twitter
Saturday, 8 November, 2025

৫০০% শুল্ক মানলে ভারত-মার্কিন চুক্তি

ওয়াশিংটনের এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই প্রসঙ্গে বলেন, ‘আমরা একটি অত্যন্ত জটিল বাণিজ্য আলোচনার মাঝামাঝি অবস্থানে আছি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ট্রাম্প সেনেটে একটি বিল অনুমোদন করেছেন। সেখানে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী ভারত ও চিনসহ দেশগুলির উপর ৫০০ শতাংশ শুল্ক চাপানো হবে। এরপরেই ট্রাম্পের বার্তা, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির একেবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে ভারত এবং আমেরিকা। এই বাণিজ্যচুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্যচুক্তি হলে দুই দেশের মধ্যে কম শুল্কে বাণিজ্যের পথ খুলে যাবে। যদিও বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দুই দেশের প্রতিনিধিরা একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছনোর জন্য আমেরিকার রাজধানী ওয়াশিংটনে রয়েছেন। ৫০০ শতাংশ শুল্ক নাকি কম শুল্কে বাণিজ্য, কোনটা মেনে নেবে ভারত, তা নিয়ে দেখা গিয়েছে দ্বন্দ্ব।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে, করি আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি। এটি একটি ভিন্ন ধরনের চুক্তি হতে চলেছে। এটি এমন একটি চুক্তি যেখানে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হব। এই মুহূর্তে ভারত কাউকে গ্রহণ করে না। আমার মনে হয়, ভারত যদি আমাদের গ্রহণ করে, তাহলে আমাদের অনেক কম শুল্কের চুক্তি হবে।’ তিনি বলেন, ‘আমরা ভারতের খুব ঘনিষ্ট।’

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে কাজ চলছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বসে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করছেন সে দেশের বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক। তার পরে তা নিয়ে দর কষাকষি চলছে ভারতের সঙ্গে। আমেরিকার নয়া শুল্কনীতি আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প। ৯০ দিনের ওই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তার আগে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে কি না, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতের একটি প্রতিনিধিদল বর্তমানে আমেরিকায় রয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি দুই দেশ।

ওয়াশিংটনের এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই প্রসঙ্গে বলেন, ‘আমরা একটি অত্যন্ত জটিল বাণিজ্য আলোচনার মাঝামাঝি অবস্থানে আছি। আশা করি, আমরা একটি সফল সিদ্ধান্তে যেতে পারবো। আমি এর গ্যারান্টি দিতে পারি না, কারণ সেই আলোচনায় অন্য পক্ষও রয়েছে।’

তবে চুক্তি সম্পন্ন হতে কিছু বাধা রয়েছে। বেশ কিছু বাণিজ্যিক বিষয়ে মতবিরোধও রয়েছে। গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ভারতের প্রশাসনের এক সূত্রের দাবি, বিশেষত কৃষিজাত পণ্যের শুল্ক নিয়ে আমেরিকার শর্ত মানা সম্ভব নয়। তা নিয়ে আপত্তি জানানো হয়েছে। তবে এরই মধ্যে ভারতীয় দল আরও কিছুদিন আমেরিকায় থাকবে বলে জানা যাচ্ছেে। ট্রাম্প বলেছেন, তিনি ৯ জুলাইয়ের সময়সীমা বাড়ানোর কথা ভাবছেন না।

এই সময়সীমার মধ্যে ভারত ও আমেরিকার চুক্তি হবে কিনা তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের কৃষি এবং দুগ্ধজাত ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী আমেরিকা। কিন্তু তাতে এখনও পর্যন্ত সায় নেই ভারতের। এর পাশাপাশি আরও একটি বাধা রয়েছে তা হল, আমেরিকা ঘোষণা করেছে যে রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর ৫০০ শতাংশ শুল্ক চাপাবে। সম্প্রতি মার্কিন সংসদে এই সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন।
এরপর পাঁচের পৃষ্ঠায়