• facebook
  • twitter
Monday, 19 January, 2026

বিশ্বের শীর্ষ ৭০০ বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে দেশের ৯টি

প্রতিনিধিত্বে চতুর্থ স্থানে ভারত

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্বের শীর্ষ ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিল ভারতের মোট ৯টি বিশ্ববিদ্যালয়। কিউএস (কোয়াকুয়ারেলি সাইমন্ডস) সাসটেনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে ২০২৬-এর প্রকাশিত তালিকায় এই যোগ্যতা অর্জন করেছে দেশের ওই বিশ্ববিদ্যালয়গুলি। একই সঙ্গে সামগ্রিকভাবে কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে প্রতিনিধিত্বের নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিবেশগত দায়বদ্ধতা, সামাজিক প্রভাব এবং শিক্ষাক্ষেত্রে স্থিতিশীল উদ্যোগ— এই তিনটি মূল সূচকেই ভারতীয় প্রতিষ্ঠানগুলির উল্লেখযোগ্য উন্নতি স্পষ্ট।

দপ্তর জানায়, দীর্ঘস্থায়ী উন্নয়নে গবেষণা, ‘পৃথিবী ও পরিবেশ’ বিষয়ক শিক্ষার মান এবং সবুজ পরিবেশ গঠনের প্রচেষ্টায় ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির স্কোর গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষ করে ‘পরিবেশ-শিক্ষা’ সূচকে ভারতের ৯টি বিশ্ববিদ্যালয়ই ৮৪-র উপরে নম্বর পেয়েছে। দপ্তরের দাবি, ‘এই সূচকেই ভারতের অগ্রগতি সবচেয়ে উজ্জ্বল। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এটাই বড় কারণ।’

Advertisement

সরকারি বিশ্লেষণে বলা হয়েছে, দেশে দীর্ঘস্থায়ী উদ্যোগে ছাত্র-শিক্ষক অংশগ্রহণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার, পরিবেশবান্ধব ক্যাম্পাস-পরিকল্পনা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতামূলক প্রকল্প— এই সব ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়গুলি গত বছরে বিস্তর অগ্রগতি লাভ করেছে। তাই পরিবেশগত দায়বদ্ধতার তালিকায় ভারতের অবস্থান আরও মজবুত হয়েছে।

Advertisement

প্রতিনিধিত্বের দিক দিয়ে কিউএস বিশ্ব র‍্যাঙ্কিং ২০২৬-এ ভারতের মোট ৫৪টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিশ্বের চতুর্থ সর্বাধিক প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে ভারতের অবস্থান সুনির্দিষ্ট করা হয়েছে। শিক্ষা-দপ্তরের মতে, ‘উচ্চশিক্ষায় ভারতের সামগ্রিক উন্নয়নকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিচ্ছে এই পরিসংখ্যান।’

কিউএস সাসটেনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির এই পারফরম্যান্সকে উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা ‘ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন’ বলেও অভিহিত করছেন। তাঁদের মতে, দীর্ঘস্থায়ী শিক্ষানীতির প্রয়োগ, পরিবেশবান্ধব পরিকাঠামো এবং গবেষণায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার— এই তিনটি স্তম্ভই আগামী দিনে ভারতকে আরও এগিয়ে দেবে।

Advertisement