• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সত্যিকারের ‘মেঘনাদ’ বুধবার সকালেই মহাকাশে নয়া কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত

বুধবার সকালে সফলভাবে মহাকাশে পাঠানাে হল Ri sat -২B উপগ্রহ।

প্রতীকী ছবি(Getty Images)

বুধবার সকালে সফলভাবে মহাকাশে পাঠানাে হল Ri sat -২B উপগ্রহ।পােলার স্যাটেলাইট লঞ্চ ভেইকল জিএসএলভি -সি৪৬ এর সাহায্যে এই উপগ্রহটি পাঠানা হয়।ভাের সাড়ে পাঁচটায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয় ৬১৫ কেজি ওজনের উপগ্রহটি।

লঞ্চ করার ১৫ মিনিটের মধ্যে চার ধাপের এই রকেট সফলভাবে Ri sat – ২B – কে ৫৫৫ কিমি গােলাকার অরবিটে স্থাপন করে।আইএসআর-র চেয়ারম্যানকে শিবান জানিয়েছেন , ৩৭ ডিগ্রি ইনক্লিনিশনে Risat – ২B উপগ্রহটি সফলভাবে কক্ষপথ স্থাপিত করা হয়েছে। তিনি এও জানিয়েছেন,এই উপগ্রহটি মহাকাশে নিয়ে গিয়েছে দেশে তৈরি বিক্রম প্রসেসর। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস সােমনাথ জানিয়েছেন, আগামীদিনে প্রত্যেক কম্পিউটারের ওয়ার্কহর্স হতে চলেছে বিক্রম প্রসেসর।পাঁচ বছরের মিশন লাইফ এই উপগ্রহটির।এক্স-ব্যান্ড র‍্যাডার থাকায় এই উপগ্রহ দুর্যোগের সময়ে কাজে আসবে।সেই সঙ্গে সামরিক কাজেও ব্যবহার করা যাবে Risat-২B-কে।রেডার ইমেজিং উপগ্রহ ঘন মেঘের আস্তরণ ভেদ করে মাটিতে লুকানাে জিনিস খুঁজে বের করতে সক্ষম।ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর পি কুনহিকৃষ্ণণ জানিয়েছন, Risat-2B-র সঙ্গে লাগানাে রয়েছে একটি ৩.৬ মিটার লম্বা আনফোল্ডেবল এবং স্থাপনযােগ্য রেডিয়াল রিব অ্যান্টেনা।

Advertisement

Risat সিরিজের প্রথম উপগ্রহটি লঞ্চ করা হয়েছিল ২০০৯ সালের ২০ এপ্রিল।মুম্বই হামলার পর তড়িঘড়ি এই উপগ্রহ মহাকাশে পাঠানাে হয়।Risat-২B তৈরি হয়েছিল ভারতেই।সেটি লঞ্চ করা হয় ২০১২ সালের ২৬ এপ্রিল।মনে করা হচ্ছে এয়ার স্ট্রাইকের পরবর্তী পদক্ষেপ হিসেবেই মহাকাশে পাঠানাে হল ক্লাউডপ্রুফ এই উপগ্রহটি।

Advertisement

Advertisement