তালিবান আফগানিস্তান দখলের পর প্রথমবার! ২০২১-এর পর প্রথমবার ভারত সরকারের কোনও প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন তালিবান মন্ত্রিসভার সদস্য। তালিবান সরকারের বিদেশমন্ত্রী মালয়ি আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। বুধবার দুবাইয়ে এই বৈঠক আয়োজিত হয়। চাবাহার বন্দর নিয়ে আলোচনার পাশাপাশি ক্রিকেট-সহ অন্যান্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়িয়ে তোলা নিয়ে কথা হয় দু’জনের।
এই বৈঠকের পর বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেই বিবৃতিতে বলা হয়েছে, ভারত-আফগানিস্তানের দীর্ঘ বন্ধুত্বের কথা বৈঠকে তুলে ধরেছেন মিসরি। আফগানিস্তানের মানুষের উন্নতিতে সাহায্য করতে প্রস্তুত ভারত। এতদিন পর্যন্ত ভারত যেভাবে আফগানিস্তানের পাশে থেকেছে, সেজন্য ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। আগামী দিনে আফগানিস্তানে আরও উন্নয়নমূলক কাজ করার কথাও ভাববে ভারত।
Advertisement
পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান হয়ে পশ্চিম এশিয়া পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা বের করেছে ভারত, সেই চাবাহার বন্দর নিয়েও দুবাইয়ের বৈঠকে আলোচনা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরানের চাবাহার বন্দরের ব্যবহার বাড়ানোর বিষয়ে দু’পক্ষই একমত হয়েছে। বাণিজ্যিক কাজের পাশাপাশি চাবাহার বন্দরকে আফগানিস্তানে সহায়তা প্রদানের জন্যও ব্যবহার করা হবে।
Advertisement
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি আফগানিস্তানের ওপর হামলা চালিয়েছে পাকিস্তান। এনিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই কারণেই আফগানিস্তানের তালিবান সরকারকে কাছে টানতে আগ্রহী ভারত। আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করলে একদিকে যেমন পাকিস্তানকে বার্তা দিতে পারবে নয়াদিল্লি, ঠিক তেমনই আফগানিস্তানকে ব্যবহার করে ভারতবিরোধী অভিযান চালাতে পারবে না পাকিস্তানও।
Advertisement



