• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিম্ন আয়ের ব‌্যক্তিদের জন‌্য কমতে পারে আয়কর 

দিল্লি, ২২ জুন – আগামী জুলাইয়ে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার । বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়করের হার কমানোর কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। এবার ভোগ‌-ব‌্যয় বাড়াতে নিম্ন আয়ের ব‌্যক্তিদের জন‌্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র।  লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

দিল্লি, ২২ জুন – আগামী জুলাইয়ে চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার । বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়করের হার কমানোর কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর। এবার ভোগ‌-ব‌্যয় বাড়াতে নিম্ন আয়ের ব‌্যক্তিদের জন‌্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র।  লোকসভা নির্বাচনের কারণে ফেব্রুয়ারিতে ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।  কেন্দ্রের লক্ষ‌্য ৫০ হাজার কোটি টাকার বেশি ভোগ‌-বাজারে ছেড়ে রাখা। মানুষের হাতে টাকা থাকলে তা অর্থনীতিকে সচল রাখতে সহায়ক হবে।

 
সূত্রের খবর, অর্থমন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির জন‌্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা বার্ষিক আয় যাঁদের, যাঁরা ৫ থেকে ২০ শতাংশ আয়কর দিয়ে থাকেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তাঁরা উপকৃত হবেন। আয়করের একটি নতুন ধাপও বিবেচনা করতে পারে সরকার। জানা গেছে, গোটাটাই এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমোদন এলে জুলাইয়ের গোড়ায়, বাজেট পেশের কিছু আগে এই ব‌্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আয়কর হ্রাসের ফলে স্বাভাবিকভাবে সরকারের রাজস্ব আয় কমবে। তা সত্ত্বেও, সরকার চলতি অর্থবছরে জিডিপির ৫.১ শতাংশ রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ধরে রাখার পরিকল্পনা করেছে বলে জানা গেছে।
 
৫০ হাজার কোটি টাকা মূল্যের ভোগ‌-বাজার ব্যবস্থার প্রায় অর্ধেক আসবে আয়কর হ্রাস থেকে। বাকিটা আসবে অন‌্যান‌্য পদ্ধতি থেকে। ছোট কৃষকদের বার্ষিক নগদ অর্থ প্রদান বর্তমান ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এছাড়াও, ন্যূনতম চাকরির নিশ্চয়তা কর্মসূচির অধীনে বার্ষিক অর্থপ্রদান বৃদ্ধি এবং মহিলা কৃষকদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা চলছে।

Advertisement

Advertisement