এক লাফে প্রায় ৪৪ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ওমিক্রন আক্রান্ত বেড়ে ৭৮১

দৈনিক আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে সক্রিয় রোগী। বাড়লেও তা ৮০ হাজারের নীচেই রয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ২ জন।

Written by SNS Delhi | December 30, 2021 7:34 pm

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে , দেশে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। এর মধ্যে ২৩৮ জনই দিল্লির। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। এই দুই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।

পাশাপাশি, এই দুই রাজ্যে দৈনিক সংক্রমণও গত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটা বেড়েছে। দিল্লিতে দৈনিক আক্রান্ত পৌঁছে গিয়েছে ৫০০ – র কাছে। মহারাষ্ট্রেও তা দু’হাজার পার করেছে।

এদিকে ২০ দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ ফের ৯ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮।

বুধবার দেশের দৈনিক আক্রান্ত মঙ্গলবারের তুলনায় ৪৪ শতাংশ বেশি। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। এর জেরে মহারাষ্ট্র এবং দিল্লিতে বেড়েছে সংক্রমিতের সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬। এবার এক নজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন রাজ্যের ওমিক্রন পরিস্থিতি ঠিক কেমন।

দিল্লি এবং মহারাষ্ট্র ছাড়াও গুজরাত (৭৩), কেরল (৬৫), তেলেঙ্গানা (৬২), রাজস্থান (৪৬), কর্নাটক (৩৪), তামিলনাড়ু (08) ও মিত্রন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন। তার মধ্যে একজন সুস্থ হয়ে গিয়েছেন। দেশে ৭৮১ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪১ জন।

দৈনিক আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে সক্রিয় রোগী। বাড়লেও তা ৮০ হাজারের নীচেই রয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ২ জন।