• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আত্মহত্যারত স্ত্রীকে না বাঁচিয়ে ভিডিও করতে ব্যস্ত স্বামী

কানপুর, ২৭ অক্টোবর– স্বামীর সামনেই স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। অথচ স্ত্রীকে বাঁচানো তো দূর সামনে দাঁড়িয়ে স্বামী উলটে পুরো বিষয়টি ভিডিও করতে ব্যস্ত। এমনকী, স্ত্রীর মৃত্যু হলে চিকিৎসক না ডেকে নিজেই বাঁচানোর চেষ্টা করেছেন তিনি।  উত্তরপ্রদেশের কানপুর নিবাসী সঞ্জীব ও সবিতা। পারিবারিক অশান্তির জেরে ঘরের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবিতা।

dead body

কানপুর, ২৭ অক্টোবর– স্বামীর সামনেই স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। অথচ স্ত্রীকে বাঁচানো তো দূর সামনে দাঁড়িয়ে স্বামী উলটে পুরো বিষয়টি ভিডিও করতে ব্যস্ত। এমনকী, স্ত্রীর মৃত্যু হলে চিকিৎসক না ডেকে নিজেই বাঁচানোর চেষ্টা করেছেন তিনি। 

উত্তরপ্রদেশের কানপুর নিবাসী সঞ্জীব ও সবিতা। পারিবারিক অশান্তির জেরে ঘরের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সবিতা। প্রথমবার ব্যর্থ হন। দ্বিতীয়বার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পুরো বিষয়টি ঘটে যায় স্বামী সঞ্জীবের সামনে। তিনি তখন স্ত্রীর আত্মহত্যার ভিডিও করতে ব্যস্ত। এই ঘটনায় হতবাক পরিবার ও প্রতিবেশীরা।

সবিতার মৃত্যুর পর তাঁর পরিবারকে খবর দেন সঞ্জীব। মৃতার বাবা রাজকিশোর জানান, আমরা এসে দেখি মেয়ের মৃতদেহ বিছানার উপর পড়ে রয়েছে। জামাই ডাক্তার ডাকার বদলে নিজে বুকে চাপ দিয়ে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়ে মেয়েকে হাসপাতালে নিয়ে যাই।”

Advertisement

Advertisement

Advertisement