বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই অসুস্থ। শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট এবং ঘন ঘন মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। সেজন্য শনিবার রাতে তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সুস্থ রয়েছেন এই খ্যাতনামা পরিচালক। যদিও তাঁর ম্যানেজার দাবি করেছেন, গুরুতর কোনও সমস্যা নেই। রুটিন চেক আপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সুভাষ ঘাইয়ের মুখপাত্র বলেছেন, “আমরা নিশ্চিত করতে চাই যে মাননীয় সুভাষ ঘাই একেবারে ভালো আছেন। তাঁকে নিয়মিত চেক-আপের জন্য ভর্তি করা হয়েছে এবং ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ জানাই।”
Advertisement
এর আগে, এই হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানিয়েছিল যে, তাঁর অতীতে ইস্কেমিক হার্ট ডিজিজের চিকিৎসা করা হয়েছিল। এবং সম্প্রতি হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে। তাঁকে ডাক্তার রোহিত দেশপান্ডের তত্ত্বাবধানে আইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রের খবর, ঘাই বর্তমানে স্নায়ু বিশেষজ্ঞ ডাঃ বিজয় চৌধুরী, কার্ডিওলজিস্ট ডাঃ নিতিন গোখলে এবং পালমোনোলজিস্ট ডাঃ জলিল পারকার সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
Advertisement



