• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কৃষক আন্দোলনের সমর্থনে হলিউড অভিনেত্রী সুসান স্যরানডন

রিহানার পর এবার হলিউডের প্রবীণ অভিনেত্রী সুসান স্যরানডন- ভারতের কৃষক আন্দোলনের পক্ষে দুনিয়া ব্যাপী সমর্থনের ঢল নেমেছে।

সুসান স্যরানডন (File Photo: IANS)

রিহানার পর এবার হলিউডের প্রবীণ অভিনেত্রী সুসান স্যরানডন- ভারতের কৃষক আন্দোলনের পক্ষে দুনিয়া ব্যাপী সমর্থনের ঢল নেমেছে। 

হলিউডের প্রবীণ অভিনেত্রী সুসান স্যরানড়নও কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, ‘ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করছি’। 

Advertisement

সুইডেনের টিন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, মার্কিন আইনজীবী মীনা হ্যারিস, অভিনেত্রী অ্যামান্ডা সেরনি, গায়ক জয় সিন, ডক্টর জিয়াস সহ বিশ্ব বিখ্যাত মানুষজন কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন।

Advertisement

Advertisement