বাংলায় আগেই দমকল বিভাগে মহিলাদের নিয়োগ চালু ছিল। এবার সেই পথে হাঁটল হিমাচল প্রদেশ। কংগ্রেস শাসিত রাজ্যের ইতিহাসে প্রথমবার দমকল বিভাগে মহিলা নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি জানিয়েছেন, মহিলাদের ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে রাজ্য প্রশাসনে বৈচিত্র্য বাড়বে এবং জরুরি পরিষেবাগুলিতে মহিলা কর্মীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।
শনিবার হিমাচল প্রদেশ হোম গার্ডস এবং সিভিল ডিফেন্সের ৬৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুখবিন্দর সিং সুখু ঘোষণা করেন, খুব শিগগিরই দমকল বাহিনীতে নতুন নিয়োগ শুরু হবে। এই বিভাগে মহিলাদের অন্তর্ভুক্ত করতে নিয়োগনীতিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তিনি আরও জানান, মহিলা হোম গার্ডদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানো হবে, যাতে তাঁদের চাকরির নিরাপত্তা ও সুবিধা আরও বৃদ্ধি পায়। এর মাধ্যমে, তাঁদের চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য সুবিধা বাড়ানো হবে।
Advertisement
হোম গার্ড, সিভিল ডিফেন্স, দমকল এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীদের অভিনন্দন জানিয়ে সুখবিন্দর সিং সুখু বলেন, বছরভর তাঁদের অক্লান্ত পরিশ্রমে ৭০৮টি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে প্রায় ৪৪৮ জনের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, জরুরি পরিষেবা ব্যবস্থার উন্নতিতে দমকল বিভাগ ও সংশ্লিষ্ট বাহিনীর উদ্যোগে রাজ্যের ১,০৩৫টি জলাশয় সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, এই পরিসংখ্যানই প্রমাণ করে—দুর্যোগ মোকাবিলায় রাজ্যের এই বাহিনীগুলির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
Advertisement
হিমাচল সরকার দমকল পরিষেবাকে আধুনিক করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ৫৫ কোটি টাকা। পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের জন্য ৬ কোটি টাকার উন্নত মানের সরঞ্জাম কেনা হয়েছে। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল সতবন্ত অটওয়াল ত্রিবেদী জানিয়েছেন, হোমগার্ড এবং দমকল প্রায় ১১ হাজার মক ড্রিল এবং তিন হাজার সচেতনতা শিবির করেছে। এর মাধ্যমে প্রায় দুই লক্ষ নাগরিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Advertisement



