• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কাস্তে হাতে ধান কেটে ভোট প্রচার শুরু ড্রিম গার্লের

নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

hema malini

চারপাশে উপচে পড়ছে সোনালী ধান, তার পরনেও সোনালী শাড়ি, খোলা চুল হাওয়ায় উড়ছে।না, কোন সিনেমার শুটিং নয় বরং নির্বাচনী প্রচার কাস্তে দিয়ে ধান কেটে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

২০১৪ সালের লোকসভা ভোটে মথুরা থেকে তিন লক্ষ ত্রিশ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন তিনি । এবারও মথুরা কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী বলিউডের ড্রিমগার্ল। তবে তাকে বহিরাগত বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের মহাজোটের নেতারা। হেমা মালিনীর পাল্টা দাবি যে গত ৫ বছরে তিনি যে উন্নয়ন করেছেন এর আগে কেউ  তা করেনি।  বৃন্দাবনেও তার বাড়ি রয়েছে, তাই নিজেকে বৃন্দাবনবাসী বলে দাবি করেছেন হেমা।

Advertisement

তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই গত পাঁচ বছরে সাংসদ হিসেবে হেমার ভূমিকায় অসন্তুষ্ট। তিনি বিশেষ কিছুই করেননি বলেও অভিযোগ করেছেন অনেকে। বহু মানুষ তার অপেক্ষায় আছে জেনেও মথুরা এসেই তিনি গেস্ট হাউসে বিশ্রাম নিতে চলে যান বলেও অভিযোগ অনেকের।

Advertisement

Advertisement