উত্তর ভারতের ছয় রাজ্যে বাড়ছে গরমের দাপট। এই রাজ্যগুলির ১৮টি শহরে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ইতিমধ্যে এইসব শহরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। কোথাও আবার তাপমাত্রা ৪৭ ডিগ্রির কাছে। সতর্কতা জারি হওয়া এই ছয় রাজ্য হল– রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি ও ওড়িশা। সতর্কতা জারি করা হয়েছে, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বেশির ভাগ জেলায়। এছাড়া জম্মু-কাশ্মীরের কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী দুইদিন এই সতর্কতা জারি থাকবে।
আবার কেরল, কর্নাটক, পুদুচেরি, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, সিকিম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আবার রাজস্থানের তাপমাত্রা খুবই প্রখর হতে পারে বলে জানা গিয়েছে। কোথাও কোথাও সেটা তীব্র থেকে তীব্রতর হতে পারে। পশ্চিমের জেলা জয়সলমের, বাড়মের, জোধপুর, পালী, জালোর ও সিরোহীতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। ইতিমধ্যে রাজস্থানের শ্রীগঙ্গানগরে এই মাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রিতে।
উত্তরপ্রদেশের ১৯ জেলায় তাপপ্রবাহ এবং লু-এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগরা এবং ঝাঁসীতে সোমবার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার হিসার, ফতেহবাদ, হিসার, ভিওয়ানী এবং রোহতকেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।