• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অনুপ্রবেশ ইস্যুতে তরজা

সূত্রের খবর, বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কৃত্রিম মেধা তথা এআই-এর ব্যবহার নিয়ে আলোচনা হয়।

অনুপ্রবেশ ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। সূত্রের খবর, বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কৃত্রিম মেধা তথা এআই-এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে এআই-এর ব্যবহার করা সম্ভব কি না সেই প্রশ্নও। আলোচনা চলাকালীন এক বিজেপি সাংসদ দাবি করেন, ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এর প্রতিবাদ করে বলেন, সীমান্ত প্রহরার দায়িত্ব কেন্দ্র সরকারের। এর সঙ্গে বাংলার সরকারের কোনও সম্পর্ক নেই।

বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক শীর্ষ স্তরের আধিকারিক অভিযোগ জানান, বাংলা সীমান্তে বেড়া দেওয়ার জন্য সরকার জমি দিচ্ছে। পাল্টা সাকেত বলেন, কেন্দ্র বিভ্রান্তির চেষ্টা করছে। প্রয়োজনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি কমিটির কাছে জমা দিতে পারেন।পরিস্থিতি সামাল বিজেপির এক সাংসদ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে যা বলেছেন আধিকারিক তাই বলছেন। সাকেতের তখন প্রশ্ন ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনেক কিছু বলেন, সব প্রসঙ্গ কি আধিকারিকরা এখানে উত্থাপন করবেন ?

Advertisement

Advertisement

Advertisement