জাতীয় শিশু দিবসে উপহার গুজরাতের, বিধানসভার দায়িত্ব মেয়েদের হাতে

Written by SNS January 19, 2024 6:54 pm

ভদোদরা, ১৯ জানুয়ারি– জাতীয় শিশু কন্যা দিবসে গুজরাত সরকারের অভিনব উপহার৷ এই বিশেষ দিনে গুজরাত সরকারের রাজ্যের বিধানসভার সমস্ত দায়িত্ব মেয়েদের হাতে তুলে দেবে৷ গুজরাতের স্পিকার শংকর চৌধুরী জানান, রাজনীতি ও সংসদীয় কার্যকলাপে যেন মহিলারা আরও বেশি করে অংশ নেন, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে৷ উল্লেখ্য, ২৪ জানুয়ারি দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় জাতীয় শিশু কন্যা দিবস৷ আর সেই দিনই বিধানসভার সমস্ত কাজ সামলাবেন মেয়েরা৷
প্রতিবারের মতোই চলতি বছরেও জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ তবে তার মধ্যে অন্যতম হল গুজরাতের বিধানসভা৷  রাজ্যের স্পিকার শংকর চৌধুরী বলেন, ‘আমরা চাই সংসদীয় রাজনীতিতে মহিলারা আরও বেশি করে অংশ নিন৷ পড়ুয়াদেরও রাজনীতির পাঠ থাকা দরকার৷’ জানা গিয়েছে, ওইদিন বিধানসভায় হাজির থাকবেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও৷