ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ, জেপি নাড্ডার ত্রিপুরা সফর স্থগিত

ত্রিপুরা বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান,’দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফর কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হল।’

Written by SNS Agartala | January 10, 2022 6:00 pm

বিজেপি সভাপতি জে পি নাড্ডা। (Photo: Twitter/@JPNadda)

কোভিড পরিস্থিতির ভয়াবহতার কারণে পিছিয়ে গেল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ত্রিপুরা সফর। গত একদিনে রাজ্যে কোভিড সংক্রমণে এক জনের মৃত্যু হয়েছে।

একদিনে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১০৩, যার মধ্যে কোভিড পজিটিভের হার ৩.০৯ শতাংশ। ত্রিপুরা বিজেপি’র মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, ‘দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফর ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হল।

শুধু তাই নয়, আগামি পনেরো দিন পার্টির যাবতীয় কর্মসূচী পিছিয়ে দেওয়া হয়েছে। তবে দলের তরফে কোভিড পরিস্থিতির মধ্যে সামাজিক কাজ চালিয়ে যাওয়া হবে’। আগামি ১০ জানুয়ারি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ত্রিপুরা সফরে যাওয়ার কথা ছিল। পরের দিন ১১ তারিখ রাজ্য বিজেপি’র ওয়ার্কিং কমিটির বৈঠকে তার যোগ দেওয়ার কথা ছিল। স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক রিপোর্টে রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের কোনও উল্লেখ নেই।