• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ডালহৌসিকে হারিয়ে সিএফএলে হ্যাটট্রিক সবুজ মেরুনের।

কলকাতা:- কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছেন মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে ডালহৌসিকে হারিয়ে সিএফএলে হ্যাটট্রিক সবুজ মেরুনের। ম্যাচের ফল ৫-২ । প্রায় তিন বছর পর ক্লাবের মাঠে ম্যাচ খেলতে নামল মোহনবাগান দল। কলকাতা লিগের জন্য মাঠকে নতুনভাবে তৈরি করেন কর্মকর্তারা। বাগানের সবুজ গালিচায় ফুট ফোটালেন এক কাশ্মীরি তরুণ। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ সবুজ

কলকাতা:- কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছেন মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে ডালহৌসিকে হারিয়ে সিএফএলে হ্যাটট্রিক সবুজ মেরুনের। ম্যাচের ফল ৫-২ । প্রায় তিন বছর পর ক্লাবের মাঠে ম্যাচ খেলতে নামল মোহনবাগান দল। কলকাতা লিগের জন্য মাঠকে নতুনভাবে তৈরি করেন কর্মকর্তারা। বাগানের সবুজ গালিচায় ফুট ফোটালেন এক কাশ্মীরি তরুণ। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ সবুজ মেরুনের জয়ের নায়ক ছিলেন হামতে। রবিবাসরীয় বিকেলে ডালহৌসির বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন কাশ্মীরি তনয় সুহেল ভাট। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে শুরু করে সবুজ মেরুনরা।একেই তিন বছর পর নিজেদের মাঠে ম্যাচ খেলতে নামল মোহনবাগান। তার উপর ছুটির দিনে। ফলে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। বাগান জনতাকে অবশ্য হতাশ করলেন না বাগানের যুবরা। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে বাস্তব রায়ের ছেলেরা। ২৫ মিনিট এবং ৪২ মিনিটের মাথায় সুহেল ভাট গোল করেন। দুটি গোলই আসে সুহেলের কাছ থেকে। আরও কিছু সুযোগ পেয়েছিলেন কাশ্মীরি এই তরুণ। সেটা কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল এবং নিজের হ্যাটট্রিটটি সম্পন্ন করেন সুহেল। কিছুক্ষণের মধ্যেই গোলের ব্যবধান বাড়ান পরিবর্ত হিসাবে নামা ফারদিন আলি মোল্লা। সুহেলের ক্রশ ডালহৌসি গোলরক্ষকের হাত ফক্সে বেড়িয়ে গেলে গোল করতে ভুল করেননি সুযোগ সন্ধানী ফারদিন। এরপর একটি গোলশোধ করে ডালহৌসী। যদিও ম্যাচের ৮৬ মিনিটে দলের হয়ে পাঁচ নম্বর গোলটি করেন ফারদিনই। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মোহনবাগান সভাপতি টুটু বসু সহ ক্লাবের অন্যান্য শীর্ষকর্তারা। প্রথম ম্যাচে পাঠচক্রকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দেয় মোহনবাগান। নামতের দুরন্ত হ্যাটট্রিকে ভর করে পিছিয়ে পড়েও জয় হাসিল করল সবুজ মেরুন ব্রিগেড।

Advertisement

Advertisement