দামেই স্থগিত অক্ষয় তৃতীয়ার বাজার

Written by SNS May 7, 2024 5:40 pm

কলকাতা, ৭ মে– দিন কয়েক বাদেই অক্ষয় তৃতীয়া৷ ইতিমধ্যেই লক্ষ্মী-গণেশের আরাধনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে৷ অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে অনেকেই সোনা-রুপোর জিনিস কেনাকাটি করেন লক্ষ্মীলাভের আশায়৷ কিন্ত্ত এবার বেসই আশায় সেগুরে বালি৷ অক্ষয় তৃতীয়ার আগেই চড়চড় করে বাড়ল সোনার দাম৷ পাল্লা দিয়ে বেডে়ছে রুপোর দামও৷ ২২ ক্যারেট সোনার দাম-আজ, ৬ মে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬০৫ টাকা৷ গতকালের তুলনায় ২০ টাকা দাম বেডে়ছে৷ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৫০ টাকা৷ গতকালের তুলনায় ২০০ টাকা দাম বেডে়ছে সোনার৷  ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা৷ একদিনেই ২০০০ টাকা বেডে়ছে সোনার দাম৷ ২৪ ক্যারেটের সোনার দাম-২৪ ক্যারেটের সোনার দামও বেডে়ছে আজ৷ ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২০৫ টাকা৷ গতকালের তুলনায় ২২ টাকা দাম বেডে়ছে৷ ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৫০ টাকা, যা গতকালের তুলনায় ২২০ টাকা বেশি৷ ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা৷ গতকালের তুলনায় দাম বেডে়ছে ২২০০ টাকা৷ ১৮ ক্যারেটের সোনার দাম-১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪০৪ টাকা৷ একদিনে দাম বেডে়ছে ১৬ টাকা৷