গগৈকে ক্লিনচিট, হতাশ অভিযোগকারিনী

প্রধান চিারপতি গগৈ’র বিরুদ্ধে যৌন হেনস্তার মামলার ন্যায় বিচার পাবেন না বুঝে গত সপ্তাহে মামলা প্রত্যাহার করে নেন বহিস্কৃত মহিলা আইনজীবী। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, কমিটির থেকে ন্যায় বিচার পাব না’।

Written by SNS New Delhi | May 8, 2019 9:04 am

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ (Photo:` IANS)

প্রধান চিারপতি গগৈ’র বিরুদ্ধে যৌন হেনস্তার মামলার ন্যায় বিচার পাবেন না বুঝে গত সপ্তাহে মামলা প্রত্যাহার করে নেন বহিস্কৃত মহিলা আইনজীবী। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি, কমিটির থেকে ন্যায় বিচার পাব না’।

কমিটির তরফে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিরুদ্ধে যৌন হেনার অভিযােগের শুনানি করতে গিয়ে স্পষ্ট ঘােষণা করা হয় মহিলা আইনজীবী দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্তার যে অভিযােগ করেছেন, তা পর্যবেক্ষন করে দেখে কোনও সারবত্তা খুঁজে পাওয়া যায়নি।

কমিটি ঘােষণা শুনে অভিযােগকারিনী বলেন, ‘কমিটির ঘােষণায় আমি সাংঘাতিক হতাশ– মেনে নিতে পারছি না, কমিটি প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ঘটনায় ক্লিনচিট দিল। আমি ভীতপ্রদ ও শঙ্কিতও বটে। আমার পরিবারের লােকজনও ঘটনায় আতঙ্কিত’। তাঁর কথায়, ‘দেশের বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস ও আস্থা হারাচ্ছি’।

দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শীর্ষ আদালতের তিন বিচারপতি বােবদে, বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, ইন্দু মালহােত্রা কমিটিতে উপস্থিত হলে শুনানি চালু হলে মহিলা আইনজীবী তাঁর মামলা প্রত্যাহার করে নেন। তিনি বিবৃতিতে অভিযোগ করে বলেন, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কমিটিতে উপস্থিত হন।

কিন্তু আমি জানতাম না অভিযােগপত্রে সাক্ষ্য হিসেবে একাধিক ব্যক্তির নাম ছিল, যাদেরকে ঘটনার সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানাে হয়েছিল। তারপর কমিটির তরফে বলা হয় যে, রিপাের্টের কোনও কপি নাকি আমি জমা দিইনি। আমার কোনও উপায়ও ছিল না প্রমাণ দেওয়ার। তাই কমিটি শুনানি কোন দিকে নিয়ে যাচ্ছে তা বুঝে আমি কেস প্রত্যাহার করে নিই।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অভিযােগ করে বলেছিলেন, ‘আমাকে নিশানা করা হচ্ছে। কারণ আমি গুরুত্বপুর্ণ মামলাগুলাের শুনানি করব। আমার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযােগ তােলার নেপথ্যে বড় হাত রয়েছে। তারা প্রধান বিচারপতি পদকে নিস্ক্রিয় করে তুলতে চায়। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনতা হুমকির মুখে’।