• facebook
  • twitter
Friday, 30 January, 2026

গােয়াগামী রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত 

হজরত নিজামুদ্দিন থেকে গােয়াগামী রাজধানী এক্সপ্রেস রত্নগিরি জেলার কারবুরে টানেলের মধ্যে লাইনচ্যুত হয়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 

প্রতীকী ছবি (Photo: Getty Images)

হজরত নিজামুদ্দিন থেকে গােয়াগামী রাজধানী এক্সপ্রেস রত্নগিরি জেলার কারবুরে টানেলের মধ্যে লাইনচ্যুত হয়। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 

কোঙ্কন রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, মুম্বই থেকে ৩২৫ কিলােমিটার দূরে রত্নগিরি জেলার উকসি ও ভােকে স্টেশনের মাঝে কারবুরে টানেলের মধ্যে ০২৪১৪ গােয়াগামী রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ভাের ৪.১৫ মিনিট নাগাদ ঘটনাটি হয়। 

Advertisement

তিনি জানিয়েছেন, সুড়ঙ্গের মধ্যে লাইনের ওপর বােল্ডার ফেলা ছিল। ওই কারণেই রাজধানী সুপারফাস্ট এক্সপ্রেসের লােকোমােটিভ ইঞ্জিনের সামনের চাকা লাইনচ্যুত হয়। আরএমভি ও এআরএমভি ঘটনাস্থলে পৌছয়। রেলওয়ের আধিকারিকরাও ঘটনাস্থলে গেছেন।

Advertisement

Advertisement