লাইনচ্যুত পার্সেল এক্সপ্রেস, সাঁকরাইলে আটকালো বহু ট্রেন

সাঁঝবেলায় লাইনচ্যুত হয়ে পড়ল পার্সেল ট্রেন। ব্যাহত হল রেল পরিষেবা। হাওড়ার সাঁকরাইলের কাছে আটকে পড়ল বহু ট্রেন। চরম হয়রানির শিকার হলেন ট্রেন যাত্রীরা।

Written by SNS Kolkata | July 4, 2022 1:59 am

Railway track

সাঁঝবেলায় লাইনচ্যুত হয়ে পড়ল পার্সেল ট্রেন। ব্যাহত হল রেল পরিষেবা। হাওড়ার সাঁকরাইলের কাছে আটকে পড়ল বহু ট্রেন।

চরম হয়রানির শিকার হলেন ট্রেন যাত্রীরা। রেলের তরফে বিশেষ কিছু লোকাল ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে।

রবিবার বিকেল ৪ টে ৩৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেল শাখার সাঁরকরাইল ও আবাদা স্টেশনের মাঝে।

এদিন আপ লাইনে একটি পার্সেল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। এর পর ওই শাখার বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। যার কারণে দুর্ভোগ পোহাতে হয় ট্রেন যাত্রীদের।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় হাওড়া থেকে হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস, হাওড়া-টাটা স্টিল এক্সপ্রেস এখনও ছাড়া সম্ভব হয়নি।

এই দুরপাল্লার ট্রেনগুলির ছাড়ার সময় বদল করা হচ্ছে। আপ লাইনের পাশাপাশি ডাউন লাইনেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে।

বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস।

এদিনের এই ঘটনার জেরে হাওড়া থেকে রওনা দেওয়া এক্সপ্রেস-সহ বেশ কিছু লোকাল ট্রেন সাঁকরাইলের আগের স্টেশনগুলিতে দাঁড়িয়ে পড়ে।