• facebook
  • twitter
Tuesday, 13 January, 2026

১২ জানুয়ারি দু’দিনের সফরে ভারতে আসছেন জার্মান চ্যান্সেলর

প্রতিরক্ষা, প্রযুক্তির পাশাপাশি আলোচনা হবে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও

দু’দিনের ভারত সফরে আসছেন জার্মানির চান্সেলর ফ্রেডরিখ মার্জ। বার্লিনের মসনদে বসার পর এটিই তাঁর প্রথম ভারত সফর। ১২ জানুয়ারি আহমেদাবাদে এসে পৌঁছোবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর। প্রতিরক্ষা, প্রযুক্তির পাশাপাশি আলোচনা হবে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও। বিদেশ মন্ত্রক জানিয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে মার্জের এই সফর। তিনি যবেন বেঙ্গালুরুতেও।

ফেব্রুয়ারিতে ভারত সফরে আসার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। তার আগে জার্মান চ্যান্সেলরের ভারত সফর বিশেষ অর্থবহ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

Advertisement

Advertisement

Advertisement