• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাঁচদিনে চতুর্থবার বাড়ল জ্বালানি মূল্য

কলকাতায় পেট্রলের দাম টপকে গেল ১০৮ টাকার গণ্ডি। আজ শহরে এক লিটার পেট্রল মিলছে ১০৮.০১ টাকায়। ডিজেলের দাম বেড়ে হল ৯৩.০১ টাকা।

প্রতীকী ছবি (Photo: iStock)

পাঁচ দিনে এই নিয়ে চারবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের। শুক্রবার রাতে লিটার প্রতি পেট্রলের দাম ৮৩ পয়সা এবং ডিজেল ৭৯ পয়সা বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

শনিবার ভোর ছ’টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লিবাসীদের এক লিটার পেট্রল কিনতে খরচ পড়ছে ৯৮.৬১ টাকা। রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হল ৮৯.৮৭ টাকা।

Advertisement

কলকাতায় পেট্রলের দাম টপকে গেল ১০৮ টাকার গণ্ডি। আজ শহরে এক লিটার পেট্রল মিলছে ১০৮.০১ টাকায়। ডিজেলের দাম বেড়ে হল ৯৩.০১ টাকা।

Advertisement

মুম্বইয়ে আরও মহাৰ্য্য পেট্রল। ১১৩.০৫ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রল। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৯.৫৫ টাকা।

বাণিজ্যনগরীতে পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ ও ৮৫ পয়সা বৃদ্ধিতেই এই ফল। গত বছর ২ নভেম্বর শেষবার দেশজুড়ে বেড়েছিল জ্বালানি মূল্য।

Advertisement