• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রেনের ধাক্কায় চার যুবকের মৃত্যু

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ওই পাঁচ যুবক। ওইসময় বন্দে ভারত এক্সপ্রেস সেখান দিয়ে যাচ্ছিল।

রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল চার যুবকের। বিহারের পূর্ণিয়া জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিন্টু কুমার, রোহিত কুমার, জিগার কুমার এবং শ্যামসুন্দর কুমার। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পূর্ণিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ওই পাঁচ যুবক ট্রেন লাইন পার হচ্ছিলেন। সেই সময় আচমকা যোগবাণী-দানাপুর বন্দে ভারত এক্সপ্রেস চলে আসে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সিন্টু, রোহিত ও জিগারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামসুন্দর কুমারের। কুলদীপ কুমার নামে আরও একজনের চিকিৎসা চলছে হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ওই পাঁচ যুবক। ওই সময় বন্দে ভারত এক্সপ্রেস সেখান দিয়ে যাচ্ছিল। এর আগে ৩০ সেপ্টেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় সহর্ষার হাতিয়াগাছি রেলওয়ে ক্রসিংয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়।

Advertisement

Advertisement