• facebook
  • twitter
Monday, 19 January, 2026

উত্তরপ্রদেশে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাঙালি সহ চার ডাক্তারি পড়ুয়া, গাড়ি থেকে উদ্ধার মদের বোতল, চিপ্সের প্যাকেট

দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপর

দু’জন বাঙালিসহ মোট চারজন ডাক্তারি ছাত্রের প্রাণহানি ঘটল বুধবার রাতে এক মর্মান্তিক পথদুর্ঘটনায়। দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আমরোহার রাজবপুর এলাকার আত্রাসির কাছে দিল্লি-লখনউ জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে চার মৃত পড়ুয়ার নাম আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি, অর্ণব চক্রবর্তী এবং সপ্তর্ষি দাস।

পুলিশ সূত্রে খবর, ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস কোর্সের চার জন পড়ুয়া বুধবার রাতে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ওই দুর্ঘটনার অভিঘাতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে চার ছাত্রের। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ঘটে দুর্ঘটনাটি। প্রচণ্ড জোরে শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।

Advertisement

খবর পেয়ে পুলিশ সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ গাড়ি থেকে চারজনের মৃতদেহ বের করে ময়নাতদন্তে পাঠায়। জানা গিয়েছে গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে একাধিক মদের বোতল এবং কিছু চিপ্সের প্যাকেট। অনুমান করা হচ্ছে ওই ছাত্রেরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব ত্যাগী। মৃতদের পরিবারে খবর পাঠানো হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, মৃত অর্ণব চক্রবর্তী ছিলেন উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার বাসিন্দা। তিনি ২০২০ সালে উত্তর প্রদেশের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়াশুনো করতে যান। তিনি এমবিবিএস শেষ করার পর ইন্টার্নশিপ করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা শোকাহত। আগামী ফেব্রুয়ারি মাসে অর্ণবের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন।

Advertisement