• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

শ্রীনগরে ভয়াবহ নৌকাডুবি, মৃত ৬

শ্রীনগর, ১৬ এপ্রিল: আজ, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভয়াবহ নৌকাডুবি। ঘটনার জেরে অসুস্থ ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে চারটি শিশু। ঘটনায় এখনও পর্যন্ত তিনজন নৌকা আরোহীর চেতনা ফেরেনি। তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। আজ সকালে শ্রীনগরের গণ্ডাবলের বাটওয়ারার ঝিলাম নদীতে

শ্রীনগর, ১৬ এপ্রিল: আজ, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভয়াবহ নৌকাডুবি। ঘটনার জেরে অসুস্থ ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে চারটি শিশু। ঘটনায় এখনও পর্যন্ত তিনজন নৌকা আরোহীর চেতনা ফেরেনি। তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
আজ সকালে শ্রীনগরের গণ্ডাবলের বাটওয়ারার ঝিলাম নদীতে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় নৌকাটি ২০ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। যার মধ্যে বেশিরভাগ ছিল শিশু। তারা স্কুলে যাওয়ার জন্য নৌকায় ওঠে। নদী পারাপারের সময় নৌকাটি আচমকা পাল্টি খেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১০ জন নৌকা যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ১০জন নিখোঁজ রয়েছে।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরে এই এলাকায় ভারী বৃষ্টি হয়। যার ফলে ঝিলাম নদীও খরস্রোতা হয়ে ওঠে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছে পুলিশ।