২০ বছরে প্রথমবার পেট্রোলের চাহিদা কমল দেশে 

২০ বছরে এই প্রথমবার পেট্রোলের চাহিদা কমল দেশে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে পেট্রোল , ডিজেল, গ্যাসােলিন ও জেট ফুয়েলের চাহিদা কমেছে ১০.৮ শতাংশ।

Written by SNS New Delhi | January 12, 2021 12:30 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

২০ বছরে এই প্রথমবার পেট্রোলের চাহিদা কমল দেশে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে পেট্রোল , ডিজেল, গ্যাসােলিন ও জেট ফুয়েলের চাহিদা কমেছে ১০.৮ শতাংশ। গত বছরে ১৯৩ কোটি ৪০ লক্ষ টন পেট্রোল ও পেট্রোলিয়ামাত পণ্য ব্যবহার করা হয়েছে, যা গত ৫ বছরের এই প্রথমবার এত কম পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে। 

এশিয়া মহাদেশের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি আমদানি করে, সেখানে দ্বিতীয় স্থানে ভারত। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, ডিসেম্বর মাস শেষ হওয়া ত্রৈমাসিক জিডিপির সংকোচনের হার আরও হ্রাস হবে। 

মােট জাতীয় উৎপাদন সংকুচিত হবে ৩ শতাংশ, আর্থিক বছরের শেষ ত্রৈমাসিক জিডিপি সংকুচিত হবে ০.৫ শতাংশ। ২০২০-২১ সালে সংকুচিত হওয়ার সম্ভাব্লা সম্ভবত ৮.৭ শতাংশ। 

লকডাউনের ফলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। সংকটে অর্থনীতি। অর্থনীতিবিদরা আশা করছেন, আগামী বছরের শুরুতে ভােগ্যপণ্যের চাহিদা বাড়বে। ইতিমধ্যে দেশে করােনা আক্রান্তের সংখ্যা কমছে।