• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে অগ্নিকাণ্ড, পুড়ল ২টি গাড়ি

মহাকুম্ভের কাছেই এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে

প্রতিনিধিত্বমূলক চিত্র

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার সকালে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা গাড়িতে হঠাতই আগুন লেগে যায়। ২টি  গাড়ি সেই আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মহাকুম্ভে পৌঁছনোর রাস্তায় ধার দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় চারচাকা গাড়ি। শনিবার ভোরে আচমকা সেখানেই আগুন লেগে যায়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল আধিকারিক বিশাল যাদব সংবাদসংস্থাকে জানান, ‘ভোর সাড়ে ৬টা নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। একটি মারুতি গাড়িতে আগুন ধরে গিয়েছিল। সেখান থেকে পাশের গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আমরা ঘটনাস্থলে৬ টি ইঞ্জিন পাঠাই। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।  কোনও হতাহতের খবর নেই।’

Advertisement

মহাকুম্ভের কাছেই এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। দাঁড়িয়ে থাকা গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে দমকল ।

Advertisement

গত ১৯ জানুয়ারিও কুম্ভমেলায় আগুন ছড়িয়েছিল। ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবুতে আগুন ধরে যায়। সেখান থেকে আশপাশের কিছু তাঁবুতেও আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি তাঁবু। তাঁবুগুলির ভিতর থেকে পর পর সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যাচ্ছিল। মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে এই মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। বিস্তীর্ণ মেলাপ্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন। জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি সর্বক্ষণ মোতায়েন রয়েছেন দমকলকর্মীরা।

Advertisement