অবশেষে প্রকাশ্যে এল মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সি।

Written by SNS July 26, 2023 11:00 am

কলকাতা:- অবশেষে প্রকাশ্যে এল মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সি। মোহনবাগান ফুটবল দলের নতুন নামকরণ হওয়ার পর থেকেই জার্সি নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। অবশেষে প্রকাশ্যে এল মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সি।মঙ্গলবার বিনিয়োগকারী সংস্থার অফিসের নতুন জার্সি প্রকাশের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পাশাপাশি উপস্থিত ছিলেন দলের দুই ফুটবলার জেসন কামিন্স এবং অনিরুদ্ধ থাপা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই নতুন মরসুমের জার্সি প্রকাশ করল মোহনবাগান। সূত্রের খবর, জার্সি প্রকাশ করে‌ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘সমর্থকরাই এই জার্সির নকশা করেছেন। ৫০০০ জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে। শনিবার রাতে কলকাতায় এলেও দলের সেরা তারকা জেসন কামিন্সকে মঙ্গলবারই প্রকাশ্যে আনা হল। সদ্য বিশ্বকাপে খেলা স্ট্রাইকারকে সই করিয়ে তাক লাগিয়ে দিয়েছে সবুজ মেরুন। তবে কলকাতায় আসার আগে ভারতীয় ফুটবল নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করে এসেছে কামিন্স। রবিবার থেকে অনুশীলন শুরু করেছে ফেরান্দোর দল। তার উপর এএফসি কাপের প্রথম ম্যাচের আগে ১ মাসও সময় নেই। আগামী ১২ই অগাস্ট ডুরান্ডের ডার্বি, চারদিন পরই এএফসি কাপের ম্যাচ। বড় ম্যাচে কী সিনিয়র ফুটবলারদের খেলাবে সবুজ মেরুন? এই প্রসঙ্গে জার্সি উন্মোচনের মঞ্চ থেকেই মুখ খুললেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর বক্তব্য, ‘দুটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ, কোন ম্যাচে কোন ফুটবলারদের খেলানো হবে সেটা কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমাদের কাছে দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা কখনই বিচার করতে পারি না একটা কম গুরুত্বপূর্ণ অন্যটা বেশি। এএফসি কাপের গুরুত্ব আমরা অস্বীকার করছি না।’দেশীয় ফুটবলারদের মধ্যে এবার অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলি, সাহাল সামাদদের নিয়েছে মোহনবাগান। জার্সি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনিরুদ্ধ থাপা। মঙ্গলবার সকালে কলকাতায় এলেন আর্মান্দু সাদিকু। ইউরো কাপ খেলা এই ফুটবলারও দলের অন্যতম সেরা রিক্রুট।