• facebook
  • twitter
Friday, 16 January, 2026

বিহারে ৭.২৪ কোটি’র বেশি নামের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

২৪৩ সদস্য বিশিষ্ট বিহার বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর। ফলে নির্বাচনের ঘোষণা শীঘ্রই হতে পারে।

প্রতীকী চিত্র

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন প্রকাশ করল চূড়ান্ত ভোটার তালিকা। এতে অন্তর্ভুক্ত হয়েছে ৭.২৪ কোটি’র বেশি ভোটারের নাম, যা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর অভিযানের পর তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল আরও নিখুঁত ভোটার তালিকা প্রকাশ।

প্রসঙ্গত, গত ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলা এই এসআইআর অভিযানে প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে ২২ লক্ষ মৃত ভোটার। এছাড়া ৩৬ লক্ষ ভোটার, যাঁরা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন বা চিহ্নিত করা যায়নি, ৭ লাখ ভোটার যাঁরা একাধিক স্থানে তালিকাভুক্ত ছিলেন।

Advertisement

এই সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১৬.৫৯ লক্ষ যোগ্য নাগরিক ফর্ম-৬ জমা দিয়েছেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য। আর ২.১৭ লক্ষ ভোটারের নাম মুছে দেওয়ার আবেদন করেছেন। প্রায় ৩ লক্ষ ভোটারকে নোটিশ জারি করা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার জন্য।

Advertisement

নির্বাচন কমিশন এখন জোরকদমে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি প্রশাসনিক, নিরাপত্তা ও লগিস্টিক প্রস্তুতি পর্যালোচনার জন্য আগামী ৪ ও ৫ অক্টোবর বিহারে সফর করবেন।

উল্লেখ্য, ২৪৩ সদস্য বিশিষ্ট বিহার বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর। ফলে নির্বাচনের ঘোষণা শীঘ্রই হতে পারে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, কমিশনের সফরের পরে ভোটের তারিখ ঘোষণা হতে পারে।

চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া জেলা নির্বাচন আধিকারিক, জেলা ম্যাজিস্ট্রেট ও স্বীকৃত রাজনৈতিক দলের কাছে এর হার্ড কপি পৌঁছে দেওয়া হবে।

ফলে ভোট উৎসব আসন্ন। তাই নির্বাচনী প্রক্রিয়ার মসৃণ বাস্তবায়নের জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন হবে। চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ বিহারে স্বাধীন, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিধানসভা নির্বাচনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement